গত ৩ বছরে ২,১৭,০০০ কোটি টাকার ঋণ দিয়ে এক আনাও ফেরত পায়নি সরকারি ব্যাঙ্কগুলি
নিজস্ব প্রতিবেদন: গত তিন বছরে বিভিন্ন ব্যাঙ্ক লোন দিয়ে ফেরত পায়নি ২ লক্ষ ১৭ হাজার কোটি টাকা।
নোট-বন্দির পরই ব্যাঙ্কের খাতায় বেড়েছে তামাদি ঋণের সংখ্যা। তথ্যের অধিকার আইনে সামনে এসেছে এই পরিসংখ্যান।
৮৮ জন ঋণগ্রহীতার কাছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পাওনা সব মিলিয়ে, ১ লক্ষ ৭ হাজার কোটি টাকা। ৪১৬ জন ঋণগ্রহীতার কাছে ব্যাঙ্কের পাওনা ১লক্ষ ৭৬ হাজার কোটি টাকা।
সকলেরই ধার ১০০ কোটি টাকা বার তার বেশি। অনাদায়ী ঋণের ক্ষেত্রে একেক জনের গড় ঋণের পরিমাণ প্রায় ৪২৪ কোটি টাকা।
রিজার্ভ ব্যাঙ্কের কড়াকড়ির পরই দীর্ঘদিন ধরে অনাদায়ী ঋণকে তামাদি বলে ঘোষণা করতে বাধ্য হয়েছে বিভিন্ন ব্যাঙ্ক।