নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল! দমদম বিমানবন্দরে অবাধ প্রবেশ রিকশার
বিমানবন্দরের রাস্তায় রিকশা ঢোকা বারণ। রাস্তার ধারে টাঙানো বোর্ড আছে বোর্ডের মত, তার পাশ দিয়েই দিব্যি ছুটে চলেছে রিকশা।
নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে শুধু বিমানবন্দর চত্বরে নয়, একেবারে গেট পর্যন্ত গতিবিধি রিকশার।
বিমানবন্দর চত্বরে যেখানে-সেখানে রিকশা থামিয়ে নামানো হচ্ছে যাত্রীদের।
দমদম বিমানবন্দরে আসা যাত্রীদের অভিযোগ, যথেচ্ছ ভাড়াও হাঁকেন এই রিকশা চালকরা।
সব দেখেও দেখে না কর্তৃপক্ষ। বিমানবন্দরের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন যাত্রীরা।