করোনা আতঙ্কের মধ্যেই রাশিয়ায় নতুন ত্রাস রক্তচোষা কীট!

Sudip Dey Wed, 03 Jun 2020-1:32 pm,

করোনা আতঙ্কের মধ্যেই রাশিয়ায় নতুন করে ত্রাশ সৃষ্টি করেছে এক ধরনের রক্তচোষা মাকড়! এগুলিকে আমরা অবশ্য ‘এঁটুলি’ বলেই চিনি। চামড়ার সঙ্গে (অনেকটা আঁচিলের মতো) এঁটে থাকে বলেই বাংলায় এই পোকা বা কীট ‘এঁটুলি’ নামেই বিশেষ পরিচিত। ইংরেজিতে এই পোকাগুলিকে ‘টিক’ (Tick) বলে। শুদ্ধ বাংলায় যাকে বলে মাকড়। এটি মাকড়শার শ্রেণিভুক্ত একটি কীট।

সম্প্রতি রাশিয়ার সাইবেরিয়ার একটি বিরাট অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে এই ভয়ঙ্কর রক্তচোষা এঁটুলি। সূত্রের খবর, এটাই প্রথমবার নয়, এর আগেও একাধিক বার এঁটুলির উপদ্রবের ঘটনা ঘটেছে রাশিয়ায়। প্রতিবারই অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। 

জানা গিয়েছে, ইতিমধ্যেই এই মাকড়ের কামড়ে সাইবেরিয়ার অদূরে অবস্থিত ক্রাসনয়ের্স্ক এলাকায় অন্তত ৮ হাজার ২১৫ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে রয়েছে ২,১২৫ শিশুও। রাশিয়ার স্ভেয়ার্ডলস্কেও এই মাকড়ের কামড়ে গুরুতর অসুস্থ প্রায় সাড়ে চার হাজার শিশু-সহ ১৭ হাজার ২৪২ জন।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই রক্তচোষা এঁটুলির কামড়ে এনসেফেলাইটিসের মতো এক রকমের অসুখ হয় রাশিয়ায়। এই এঁটুলির কামড়ে ওই অসুখে আক্রান্ত হয়ে ২০১৫ সালে প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়েছিল সে দেশে। ঠাণ্ডা কমে তাপমাত্রা বাড়লেই রাশিয়ায় এই রক্তচোষা এঁটুলির আধিক্য দেখা যায়।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মাকড়ের কামড়ে মানুষের মস্তিষ্কও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল, এই রক্তচোষা এঁটুলির হাত থেকে মানুষের প্রাণ বাঁচানোর মতো প্রয়োজনীয় ওষুধ বা প্রতিষেধক— কিছুই নেই!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link