Russia-Ukraine War: তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে স্রেফ সময়ের অপেক্ষা? এবার মুখোমুখি সংগ্রামে বাইডেন-পুতিন!

Soumitra Sen Sat, 12 Mar 2022-2:08 pm,

বাইডেন বলেছেন বটে তারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবে না, কিন্তু বিশ্বের বিভিন্ন শক্তির সমীকরণগুলি যে ভাবে সম্পাদিত হচ্ছে, তাতে তৃতীয় একটি বিশ্বযুদ্ধ শুরু হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা বলেই মনে করছে কোনও কোনও পক্ষ।

তবে সরাসরি যুদ্ধের থেকে দূরে থাকলেও পরোক্ষ যুদ্ধের পরিস্থিতি কিন্তু তৈরি থাকছেই। কেননা আমেরিকা আগেই বিভিন্ন বিষয়ে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আবারও তারা নিষেধাজ্ঞার মাত্রা বাড়াল। এবার তাদের সঙ্গে হাত মেলাল ইউরোপিয়ান ইউনিয়ন এবং জি-৭।   

রাশিয়ার উপর বাকি বিশ্বের অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে রাশিয়া আগেই অর্থনৈতিক সন্ত্রাস বলে চিহ্নিত করেছিল। এবারের এই নতুন চার দফা নিষেধাজ্ঞাকেও তারা যে ভালেো চোখে দেখবে না, তার ইঙ্গিত ছিলই। সেই ইঙ্গিতকে সত্য করেই রাশিয়া আন্তর্জাতিক স্পেস স্টেশনে হামলার হুমকি দিয়ে রেখেছে! 

ইউক্রেন-সীমান্তে যুদ্ধ বা একের পর এক গুরুত্বপূর্ণ ইউক্রেন-শহর দখলের প্রাক্কালে রাশিয়া এই সামগ্রিক নিষেধাজ্ঞার মুখোমুখি হল। আপাতত ইউ (EU) রাশিয়া থেকে লোহা ও স্টিল আমদানি বন্ধ করল। তা ছাড়া বিশ্ব ব্যাঙ্ক বা আইএমএফ-এর সদস্যপদ থেকে রাশিয়াকে সাসপেন্ড করার কথা ভেবেছে।

আমেরিকা বলেছে, বিশ্ব-অর্থনীতির একটা বড় অংশীদার হয়েও রাশিয়া এভাবে আন্তর্জাতিক নীতিনৈতিকতাকে সপাটে উড়িয়ে দিতে পারে না। আমরা এটা ভালো চোখে দেখছি না। 

 

কিন্তু সব চেয়ে উদ্বেগের হল, বাইডেনের আর একটি উক্তি। তিনি রীতিমতো হুমকি দিয়ে বলেছেন, রাশিয়া যদি রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তবে তাদের তার মূল্য চোকাতে হবে। তিনি আরও বলেন, যাতে ততৃীয় বিশ্বযুদ্ধ লেগে না যায় সে ব্যাপারে মস্কোকে সতর্ক থাকতে হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link