WATCH: দুঃসহ! শিলার উপর ধ্যানস্থ সুন্দরী অভিনেত্রীকে এসে ছোবল মারল সমুদ্রের বিশাল ফনা, তারপর...
কোহ সামুই দ্বীপের এক শিলায় বসে ধ্যান করছিলেন কামিলা বিলায়াতস্কায়া। তখন পিছন থেকে তাঁকে ছোবল মারে সমুদ্রের বিশাল এক ফনা!
এই ঘটনার একটি ভিডিয়ো সামনে এসেছে। এটিকে বলা হচ্ছে হরিফাইয়িং। নায়িকা তখন সুন্দর ওই প্রাকৃতিক পরিবেশে ধ্যানস্থ ছিলেন। ঢেউ এসে টেনে নিয়ে গেল তাঁকে।
থাইল্যান্ডের এই কোহ সামুই দ্বীপটি কামিলার খুবই প্রিয়। এখানে তিনি বারেই বারেই আসতেন বলে জানা গিয়েছে। জায়গাটিকে তিনি 'হোম' বলেও উল্লেখ করেছেন।
জানা যায়, কামিলা সমুদ্রের ধারের একটি পাথরে বসে যোগাভ্যাস ধ্যান ইত্যাদি করতেন। এদিনও করছিলেন।
ঠিক সেই সময়েই মুহূর্তের মধ্যে একটি বিশালাকার ঢেউ এসে গিলে খেল তাঁকে। একটি ভিডিয়োতে দেখা যায়, ঢেউয়ের সঙ্গে লড়ার তীব্র চেষ্টা তিনি করছেন।
ওদিকে তাঁকে বাঁচাতে একজন সঙ্গে সঙ্গে জলে ঝাঁপ দেন। কিন্তু শেষ পর্যন্ত নায়িকাকে বাঁচানো যায়নি। এমনকি ওই ব্যক্তিরও কোনও খোঁজ পাওয়া যায়নি। কয়েক ঘণ্টা পরে ৩-৪ কিলোমিটার দূরে নায়িকার মৃতদেহ মেলে। শুধু তাঁর যোগা ম্যাটটিকে জলে ভাসতে দেখা গিয়েছে। মর্মান্তিক।