SA vs IND: KL Rahul অ্যান্ড কোং ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু করে দিল বোল্যান্ড পার্কে

Subhapam Saha Mon, 17 Jan 2022-3:46 pm,

নিজস্ব প্রতিবেদন: ২৯ বছরেও স্বপ্নপূরণ হল না। দক্ষিণ আফ্রিকার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ জয়ের আশা অধারই থেকে গেল টিম ইন্ডিয়ার। টেস্ট ক্যাপ্টেন হিসাবে বিরাট কোহলিকে শেষ অ্যাসাইনমেন্টে খালি হাতেই ফিরতে হল। ‘অনভিজ্ঞ’ দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে তিন ম্যাচের টেস্ট সিরিজ জিতে নিয়েছে।

 

এবার মিশন ওয়ানডে। কেএল রাহুলের নেতৃত্বে পঞ্চাশের ওভারের সংস্করণে খেলবেন বিরাট কোহলি। সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেনসি খোয়ানোর পর কোহলির খেলার কথা ছিল নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বেই। কিন্তু চোটের কারণ রোহিত ম্যান্ডেলার দেশে না আসায় রাহুলের হাতেই উঠেছে ক্যাপ্টেনসির ব্যাটন। পার্লের বোল্যান্ড পার্কে রাহুলের টিম ইন্ডিয়া অনুশীলনে নেমে পড়ল সোমবার। বিসিসিআই সেই ছবি টুইট করেছে।

আগামী ১৯ জানুয়ারি ভারত-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুভারম্ভ। খেলা হবে পার্লের বোল্যান্ড পার্কে। ঠিক দু'দিন পর এই মাঠেই সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে। ২৩ জানুয়ারি সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে কেপটাউনের নিউল্যান্ডসে। যেখানে ভারত টেস্ট সিরিজের শেষ ম্য়াচ খেলল। গতবার দক্ষিণ আফ্রিকা সফরে এসে টেস্ট সিরিজ খুইয়ে ওয়ানডে সিরিজ জিতেছিল। দেখা যাক এবারও সেরকমটা হয় কিনা!

টিম ইন্ডিয়ার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) করোনা আক্রান্ত (Covid-19) হওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে দলে এসেছেন স্পিনার জয়ন্ত যাদব  Yadav)। জাতীয় নির্বাচক কমিটি জোরে বোলার মহম্মদ সিরাজের (Mohammed Siraj) ব্যাক-আপ হিসাবে দলে নিয়েছে আরেক পেসার নভদীপ সাইনিকে (Navdeep Saini)। সিরাজ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান। কেপটাউনে তিনি খেলেননি।

কেএল রাহুল (KL Rahul), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), বিরাট কোহলি (Virat Kohli), শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), ঋষভ পন্থ (Rishabh Pant), ঈশান কিশান (Ishan Kishan), আর অশ্বিন (R Ashwin), যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal), আর অশ্বিন (R Ashwin),জসপ্রীত বুমরা (Jasprit Bumrah), ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar), দীপক চাহার (Deepak Chahar), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna), শার্দূল ঠাকুর (Shardul Thakur), মহম্মদ সিরাজ (Md. Siraj), জয়ন্ত যাদব (Jayant Yadav) ও  নভদীপ সাইনি (Navdeep Saini)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link