বউবাজারের মতো ধসে যাবে তৃণমূল, বিজেপিতে যোগের আগে ব্যায়াম করতে করতে বললেন সব্যসাচী
অবশেষে সব জল্পনার অবসান, বিজেপি সূত্রের খবর, আজই গেরুয়া শিবিরে যোগ দেবেন সব্যসাচী দত্ত। অন্যদিকে আজই শহরে আসছেন অমিত শাহ।
কাজেই সবমিলিয়ে দিনটি যে রাজ্যনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার কার্যত নতুন ইনিংগস শুরু করছেন সব্যসাচী। আর তার আগেই শারীরিকভাবে নিজেকে সুস্থ সবল রাখতে চান তিনি।
তাই সকালেই শুরু হয়ে গিয়েছে তাঁর কসরত। বাড়ির ছাদে ঘণ্টাখানেক যোগ ব্যায়াম ও সেরেছেন তিনি।
এদিন ব্যায়ামের ফাঁকেই জি ২৪ ঘণ্টার সঙ্গে কথা বলেন সব্যসাচী দত্ত। কসরত করতে করতে তিনি বলেন এই সরকারের টিকে থাকার জন্য কসরত করতে হবে। আমি যেমন কসরত করছিলাম তা আরও করব।
এরপর তিনি তৃণমূলকেই কটাক্ষ করে ফের বলেন "তবে এই সরকার টিকে থাকবে না। বউবাজারের ধসের মতোই ধসে যাবে তৃণমূল।
উল্লেখ্য, আজ নেতাজি ইন্ডোরের সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতির উপস্থিতিতেই দলের পতাকা হাতে তুলে নেবেন সব্যসাচী।