Sachin Tendulkar Comeback: সিট বেল্ট বেঁধে নিন, ক`টা দিন অপেক্ষা করুন, সচিন ফিরছেন স্বমহিমায়
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগের (আইএমএল) হাত ধরে মাস্টার ব্লাস্টার স্বমহিমায় ফিরছেন বাইশ গজে। ছ'দেশীয় টুর্নামেন্টে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা অংশ নেবে। ফের একবার পুরনো প্রতিদ্ধন্দ্বিতা ঝালিয়ে নেবেন প্রাক্তন মহারথীরা। টুর্নামেন্টের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে আগামী মাসে মুম্বই, লখনউ এবং রায়পুর জুড়ে খেলা হবে।
সচিন- সুনীলের সহযোগিতায় হবে আইএমএল। সানি হয়েছেন লিগের কমিশনার। আইএমএল আয়োজন করছে দেশের দুই বিখ্য়াত স্পোর্টস ম্য়ানেজমেন্ট কোম্পানি- পিএমজি স্পোর্টস ও স্পোর্টফাইভ। লেজেন্ডস লিগ ক্রিকেটের মতো প্রাক্তনীদের টুর্নামেন্ট দেখে, অনুপ্রাণিত হয়েই ফের সিনিয়রদের রি-ইউনিয়ন হতে চলেছে... তবে এই টুর্নামেন্ট হতে চলেছে অনেক বেশি প্রতিদ্ধন্দ্বিতামূলক। ম্য়াচগুলিও হবে অনেক বেশি সিরিয়াস!
সচিন বলেন, 'ক্রিকেটের শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েও জনপ্রিয়তা বাড়ছে। গত এক দশকে টি-টোয়েন্টি ক্রিকেটের গ্রহণযোগ্য়তা আরও বাড়বে, এবং নতুনরা খেলায় আকৃষ্ট হচ্ছে। নতুন ফ্য়ানরাও যুক্ত হচ্ছেন। বয়স নির্বিশেষে ভক্তদের মধ্যে আগ্রহ বেড়েছে। নতুন ফরম্যাটে পুরনোদের লড়াইয়ের সাক্ষী হওয়ার সুযোগ থাকছে। ক্রীড়াবিদরা কখনই হৃদয় থেকে অবসর নেন না। তারা প্রতিযোগিতামূলক খেলায় ফেরার সুযোগ খোঁজেন। আমরা প্যাশনেট ফ্য়ান এবং প্রতিযোগী ক্রিকেটারদের মিলনস্থল হিসাবে আন্তর্জাতিক মাস্টার্স লিগকে কল্পনা করছি। আমি নিশ্চিত যে অংশগ্রহণকারী সমস্ত খেলোয়াড়রা ফিরে আসবে। তারা কঠোর প্রস্তুতি নেবে। কারণ আমরা যখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করি, তখন সবাই সেরা মানের ক্রিকেটই খেলতে চাই এবং জেতার চেষ্টা করতে চাই।'
সুনীল বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জাদুকে পুনরুজ্জীবিত করেছে। ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে দর্শকরা তাদের নায়কদের লাইভ অ্যাকশন দেখতে পারবেন। বছরের পর বছর ধরে প্রশংসিত কিংবদন্তিদের সঙ্গে ভক্তদের জুড়বে আবার। এটি একটি টুর্নামেন্টের চেয়েও বেশি কিছু । এ এক নস্টালজিয়ার উদযাপন, যেখানে অবিস্মরণীয় মুহূর্তগুলি আবার জীবন্ত হয়ে উঠবে। আমরা সবাইকে এই রোমাঞ্চকর যাত্রায়, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য় এবং একসঙ্গে নতুন স্মৃতি তৈরির আমন্ত্রণ জানাচ্ছি।'
সচিনের বয়স এখন ৫১ বছর। এগারো বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বলেছেন আলবিদা। পরিসংখ্য়ান বলছে আজ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর চেয়ে বেশি কেউ রান করতে পারেননি, এমনকী মোট সেঞ্চুরির সংখ্য়াতেও সবার আগে 'ওয়ান অ্যান্ড অনলি' সচিন। সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটারদের তালিকায় সবার উপরে বিরাজমান লিটল মাস্টার। একশো সেঞ্চুরির মালিক ও মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর ফের নামছেন মাঠে
২০১৩ সালের নভেম্বরে ক্রিকেট থেকে আলবিদা নেওয়ার পর, ২০১৪ সালে সচিন এমসসি-র হয়ে প্রদর্শনী ম্য়াচ খেলেছেন বিশ্ব একাদশের বিরুদ্ধে। ২০১৫ সালে সচিন খেলেছেন ক্রিকেট অল স্টারস সিরিজ। মার্কিন মুলুকেও শেন ওয়ার্নের টিমের হয়ে তিনটি টি-২০ খেলেছেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় বুশফায়ার চ্যারিটি ম্যাচ খেলবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু চোটের কারণে নাম তুলে নেন। যদিও এলিস পেরির একটি ওভার খেলেছিলেন। প্রথম ২০২১ ও ২০০ সালে সচিন রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ খেলেছেন। সচিনকে সর্বশেষ 'ওয়ান ওয়ার্ল্ড বনাম ওয়ান ফ্য়ামিলি' শীর্ষক প্রদর্শনী টি-২০ ম্য়াচে খেলেন। যেখানে ১৬ বলে ঝোড়ো ২৭ রানের ইনিংস খেলেন 'ক্রিকেট ঈশ্বর'। এবার সচিনের নেক্সট মিশন আইএমএল।