বাবার কথা মনে পড়ল সচিনের! লিখলেন, তোমার ওই কথাটা আজও মেনে চলি
আজ ফাদার্স ডে। যদিও বাবার প্রতি কৃতজ্ঞতা জানানোর আলাদা কোনও দিন হয় না। তবুও একটা দিন যদি বাবাদের জন্য তোলা থাকে তা হলে ক্ষতি কোথায়! আজকের দিনে সচিন তেন্ডুলকরেরও মনে পড়ল বাবার কথা।
কিছুদিন আগেই সচিন জানিয়েছিলেন, কেন তিনি গোটা কেরিয়ারে কখনও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে মুখ দেখাননি! তিনি বলেছিলেন, বাবাকে কথা দিয়েছিলেন বলেই তাঁর এমন সিদ্ধান্ত।
তাঁর কিংবদন্তি হয়ে ওঠার পিছনে বাবা রমেশ তেন্ডুলকর ও মা রজনী তেন্ডুলকরের অবদান অনস্বীকার্য। দুজনের অবদানের কথা সচিন সবসময় স্বীকার করেন।
সচিন এদিন বাবাকে স্মরণ করে লিখলেন, তুমি বলেছিলে আগে ভাল মানুষ হতে হবে। আমি এখনও সেই কথা মেনে চলছি।
বাচ্চাদের সঙ্গে যোগ ব্যায়ামের অভ্যাস করে সচিনের ফাদার্স ডে কাটল। এদিন ফাদার্স ডে-তে রোহিত শর্মা, হরভজন সিংরাও বাবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।