১৫ নভেম্বর : আজকের দিনেই সচিন তেণ্ডুলকর প্রথম ও শেষবার ব্যাটিং করেছিলেন
১৫ নভেম্বর, ১৯৮৯। দেশের জার্সি গায়ে টেস্টে অভিষেক হয়েছিল সচিন তেণ্ডুলকরের।
১৫ নভেম্বর, ২০১৩। দেশের জার্সি গায়ে শেষবার ব্যাটিং করতে নেমেছিলেন সচিন তেণ্ডুলকর।
সচিন তেণ্ডুলকরের জীবনে তাই ১৫ নভেম্বর এক মিশ্র প্রতিক্রিয়ার দিন। এমন দিনে তিনি হয়তো কখনও পুরনো স্মৃতি মনে করে হাসেন। আবার কখনও ক্রিকেট থেকে বিদায়ের দিন তাঁর মন ভারাক্রান্ত করে তোলে।
করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সচিনের। তার পরর দীর্ঘ ২৪ বছর আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলেছেন মাস্টার ব্লাস্টার।
মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে দেশের জার্সিতে টেস্ট অভিষেক হয়েছিল সচিনের। এত কম বয়সে আর কোনও ভারতীয় ক্রিকেটারের টেস্ট অভিষেক হয়নি।
অভিষেক ম্যাচে প্রথম ইনিংসে সচিন করেছিলেন ১৫ রান। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করার সুযোগ পাননি। সেই ম্যাচটি ড্র হয়েছিল। জীবনের শেষ টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সচিন করেছিলেন ৭৪ রান।
আজ ১৫ নভেম্বর। এমন দিনে স্মৃতিবিজরিত হয়ে সচিন টুইট করলেন- এমন দিনে অনেক স্মৃতি চোখের সামনে ভিড় করে আসে। দেশের হয়ে খেলাটা আমার কাছে সব থেকে বড় সম্মান। ২৪ বছর ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে যাওয়াটাও অনেক বড় প্রাপ্তি।