স্যর ডন ব্র্যাডম্যানের মিউজিয়ামে এবার জায়গা পেলেন সচিন তেণ্ডুলকর

Suman Majumder Sat, 17 Nov 2018-2:09 pm,

১৯৯৮ সালে অ্যাডিলেডে স্যর ডন ব্র্যাডম্যানের সঙ্গে সামনাসামনি দেখা হয়েছিল সচিন তেণ্ডুলকরের। সেবার ব্র্যাডম্যান নিজের নব্বইতম জন্মদিনে সচিনকে আমন্ত্রণ জানিয়েছিলেন। 

এবার ডন ব্র্যাডম্যানের সঙ্গে আরও একবার একই মঞ্চে থাকবেন সচিন তেণ্ডলকর। প্রয়াত অজি ক্রিকেটারের মিউজিয়ামে সচিনের একটি পোট্রেট প্রদর্শনীয় জন্য রাখা থাকবে। 

আগামী ২ ডিসেম্বর ব্র্যাডম্যানের মিউজিয়ামে সচিনের সেই ছবি প্রকাশিত হবে। মিউজিয়াম কর্তৃপক্ষের তরফে ভারতীয় দলের ক্রিকেটারদের ওই দিন মিউজিয়ামে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। যেহেতু, সেই সময় ভারতীয় দল অস্ট্রেলিয়ার সফররত। 

ওয়েলসে জন্মানো শিল্পী থমাস সচিনের সেই ছবিটি এঁকেছন। এর আগে স্যর গ্যরফিল্ড সোবার্স, রিচার্ড লিলি, ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিদের পোর্ট্রেট এঁকেছেন তিনি। এর আগে ব্র্যাডম্যানের মিউজিয়ামে গিয়েছেন সচিন। সেই সময় থমাসের সঙ্গে আলাপ হয় ভারতীয় ক্রিকেট কিংবদন্তির। 

থমাস মূলত দুটি পোট্রেট এঁকেছেন সচিনের। একটিতে সচিন চেয়ারে বসে রয়েছেন। আরেকটিতে সেঞ্চুরির পর ব্যাট তুলে ধরেছেন মাস্টার ব্লাস্টার। 

প্রসঙ্গত, ১৯৯৮-তে সচিনের সঙ্গে শেন ওয়ার্নও গিয়েছিলেন ব্র্যাডম্যানের সঙ্গে দেখা করতে। দুজনেই বেশ কিছুক্ষণ অজি কিংবদন্তির সঙ্গে সময় কাটান।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link