সচিন ভার্সেস গেহলট : আজ সুপ্রিম কোর্টে শুনানি, টানটান উত্তেজনা

Thu, 23 Jul 2020-12:08 pm,

হাইকোর্টের অ্যাডভান্টেজ কি হারাতে হবে টিম সচিনদের? নাকি সুপ্রিম কোর্টেও ব্যাকফুটে যাবে রাজস্থান কংগ্রেস? সেদিকেই এখন তাকিয়ে দেশের রাজনৈতিক মহল। আর তার উত্তর মিলবে আজই। সচিন পাইলট ও তাঁর অনুগামীদের বহিষ্কারের সিদ্ধান্ত আপাততভাবে রদের রায়ে চ্যালেঞ্জ করে বুধবার সুপ্রিম কোর্টে যান রাজস্থানের স্পিকার। আজ তার প্রথম শুনানি সর্বোচ্চ আদালতে।

অবশ্য গতকাল রাজস্থানের স্পিকার সি পি জোশীর হঠাত্ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পর বসে নেই সচিনের টিমও। সেদিনই সুপ্রিম কোর্টে পিটিশন করে তাঁরা কোনও সিদ্ধান্ত গ্রহণের পূর্বে একবার শুনানির দাবি জানান। শুক্রবার রাজস্থান হাইকোর্ট সচিনের মামলায় নিজেদের শুনানি দিতে পারবে কিনা তার সিদ্ধান্ত নেবেন সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ।

 

সি পি জোশী এ বিষয়ে বলেন, "এমন পরিস্থিতিতে কেবলমাত্র দলবিরোধী কার্যকলাপের ব্যাখা চেয়ে নোটিস পাঠানোর জন্য আইনত পদক্ষেপ করা যায় না। এমন করা হলে সাংবিধানিক সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়।"

 

শুধু তাই নয়, সংবাদমাধ্যমকে জোশী বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির মধ্যে কোনও বিরোধ তিনি চান না। 

 তবে, রাজস্থানের স্পিকারের সুপ্রিম কোর্ট ছোটার পেছনে অন্য যুক্তি দিচ্ছেন সচিন ঘনিষ্ঠরা। তাঁদের মতে, রাজস্থান হাইকোর্টের রায় সচিনদের পক্ষে গেলেই সরকার নড়ে যাওয়া খালি সময়ের অপেক্ষা। আর রায়ও সচিনদের পক্ষেই যাবে। সেই আন্দাজ পেয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ তিনি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link