অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় সাইনা-শ্রীকান্তের
অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন দুই ভারতীয় শাটলার সাইনা নেহওয়াল ও কিদাম্বি শ্রীকান্ত।
মহিলাদের সিঙ্গলসে বিশ্বের এক নম্বর তথা গতবারের চ্যাম্পিয়ন তাই জু-র কাছে হারলেন সাইনা নেহওয়াল। মাত্র ৩৭ মিনিটের লড়াইয়ে ১৫-২১, ১৯-২১ হার মানলেন সাইনা।
এই নিয়ে টানা ১৩বার তাই জু-র কাছে হারলেন সাইনা। ২০ বারের মুখোমুখি সাক্ষাতে ১৫ বার হারলেন হায়দরাবাদী শাটলার।
পুরুষদের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে জাপানের কেনতো মোমোতার কাছে স্ট্রেট গেমে হারলেন কিদাম্বি শ্রীকান্ত। খেলার ফল ১২-২১, ১৬-২১।