Salman Khan: `পরিণতি হবে বাবা সিদ্দিকির মতো`, ফের ৫ কোটির হুমকি সলমনকে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের সলমন খানকে হুমকি। ৫ কোটি টাকা চেয়ে হুমকি।
হোয়াটসঅ্যাপ মেসেজে হুমকি। লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে শত্রুতা শেষ করতে ৫ কোটি টাকা দেওয়ার হুমকি।
এমনকি টাকা না দিলে সলমনের পরিণতি মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির মতো হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে।
মুম্বইয়ের পুলিসের কাছে হোয়াটসঅ্যাপে আসে এই হুমকি মেসেজ। এই মেসেজকে হাল্কা চালে না নেওয়ার জন্যও সাবধান করা হয়েছে।
ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বই পুলিস। বলিউডের ভাইজানকে এভাবে বার বার হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক দুই-ই ছড়িয়েছে।