Trending celeb pics of the day: আলিয়া, জাহ্নবী থেকে সলমন খান, রইল আজ নেটদুনিয়ায় ভাইরাল তারকাদের ছবি

Tue, 19 Apr 2022-10:22 pm,

নিজস্ব প্রতিবেদন: বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে জয় ভানুশালির মেয়ের সঙ্গে খেলায় মত্ত সলমন খান। নেটদুনিয়ায় ভাইরাল ছবি। 

 

জয়েশভাই জোরদার ছবির ট্রেলার লঞ্চে গোলাপি জুতো পরে হাজির রণবীর সিং। ফের ট্রোল হতে হয় অভিনেতাকে। 

 

ছবির এই দুই বাচ্চা, এখন জনপ্রিয় স্টার। একজন হলেন অর্জুন কাপুর, অপরজন জাহ্নবী কাপুর। 

 

বিয়ের পর না আছে গলায় মঙ্গলসূত্র, না সিঁথিতে সিঁদুর। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড আলিয়া। হানিমুন বাতিল, আপাতত কাজে ফিরলেন নায়িকা। 

 

অমিতাভ বচ্চন উচ্ছ্বসিত তাঁর নাতি অগস্ত্যর বলিউড ডেবিউ নিয়ে। টুইট করে আবার ডিলিটও করে দিলেন বিগ বি। 

 

হলুদ রঙের বিকিনিতে নজর কাড়ছেন জাহ্নবী কাপুর। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link