Salman Khan`s Niece: বলিউডে পা রাখছেন সলমানের ভাগ্নি! কী বললেন ভাইজান?
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কয়েক মাস আগেই সলমান নিজেই ঘোষণা করেছিলেন, তাঁর ভাগ্নি অ্যালিজে অগ্নিহোত্রী বলিউডে পা রাখছে। ছবির নাম 'ফারে'। ১৮ নভেম্বর ছবির স্ক্রিনিং-এ ছবির কাস্টের সঙ্গে উপস্থিত ছিলেন ভাইজানও।
ছবিটির পরিচালক হলেন জাতীয় পুরস্কার বিজয়ী সৌমেন্দ্র পধি। 'বর্ন টু রান', 'জমতারা'র জন্য খ্যাত এই পরিচালক।
শিক্ষাকে যে পণ্য করে তোলা হচ্ছে বা শিক্ষাকে যে কিনতে হচ্ছে, তার জন্য সমাজে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে, এই ঘটনাকে কেন্দ্র করেই ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।
ছবিটি মুক্তি পাবে ২৪ নভেম্বর। গোয়ায় ভারতের ৫৪ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের জন্য ছবিটি নির্বাচিত হয়েছে।
ভাগ্নি ছবির প্রিমিয়ার আইএফএফআই-তে দেখানো হবে বলে সলমান বলেন, 'আইএফএফআই একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ অনুষ্ঠান এবং আমি খুশি যে ছবিটি ওখানে দেখানো হবে। এই অনুষ্ঠানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। ছবির টিমকে শুভেচ্ছা এবং আশা করি দর্শকরা ছবিটি উপভোগ করবেন।'
কিছু মাস আগেই আলিজেহর হাত ধরে সলমান তাঁর ব্র্যান্ড 'বিং হিউম্যানে'র উইমেন কালেকশন লঞ্চ করেন।