Anti-Islam Activist: বহুদিন ধরেই কোরান পুড়িয়ে আসছেন! এবার কি আক্রোশের আগুনে পুড়লেন নিজেই? লাইভ স্ট্রিমিংয়ের সময়ে, এ কী!

Soumitra Sen Thu, 30 Jan 2025-6:56 pm,

সালওয়ান মোমিকা বরাবরই ইসলামের তীব্র বিরোধী। 

আর এই বিরোধিতার চিহ্ন হিসেবে তিনি বরাবরই কোরান পুড়িয়ে আসছেন। 

আর এজন্য তিনি একাধিকবার ডেথ-থ্রেট পেতেন। এবার কি সেই হুমকিই সত্য হল?

স্থানীয় একটি সূত্র বলছে, সুইডেনের সোদারতালজে শহরে তাঁর নিজের অ্যাপার্টমেন্টেই গুলি করে 'খুন' করা হয় বছর-আটত্রিশের মোমিকাকে। স্টকহোম থেকে মাত্র ৩৬ কিমি দূরে এই শহর। তবে স্থানীয় পুলিস এখনও এই খবরকে মান্যতা দিয়ে কোনও মন্তব্য করেনি। 

বুধবার রাত ১১টার সময়ে শুট আউট? জানা গিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিস। 

পুলিস খুঁজছে মোমিকা-খুনের সঙ্গে যুক্ত 'অপরাধী'কে। জিজ্ঞাসাবাদের জন্য কিছু মানুষকে আটক করাও হয়েছে তাদের তরফে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link