TV Actress Miscarriage: `শরীরে ৬৫ টা ইনজেকশন! ধরে রাখতে পারলাম না!`, গর্ভপাতের যন্ত্রণায় ভেঙে পড়লেন অভিনেত্রী...

Sat, 21 Dec 2024-12:40 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথম চারটি অসফল আইভিএফ, ৬৫টি ইনজেকশন! তারপরও সুখবর স্থায়ী হল না ভোজপুরী অভিনেত্রীর জীবনে। তিনমাসের মধ্যেই গর্ভপাত হল সম্ভাবনা শেঠের। কার্যতই ভেঙে পড়েছেন তিনি। 

এদিন নিজের ভ্লগে এই দুঃসংবাদ শেয়ার করেছেন সম্ভাবনা শেঠ এবং স্বামী অবিনাশ দ্বিবেদী। এ বছরেই অভিনেত্রী জানিয়েছিলেন, মা হতে চলেছেন তিনি। কিন্তু তিন মাসের গর্ভবতী অভিনেত্রী হঠাৎ করেই গর্ভপাতের শিকার হন। 

প্রতিদিন ২-৩ বার ইনজেকশন, এভাবে মোট ৬৫টি ইনজেকশন নিয়েছিলেন অভিনেত্রী। এমনকী ডাক্তার জানিয়েছিলেন, রি'পোর্ট দেখে বলেছিলেন হয়ত আমাদের যমজ সন্তান হবে। যমজ সন্তানের কথা শুনে আরও বেশি খুশি ছিলাম আমরা।' 

তবে  সম্ভবনা একটি সন্তানকেই গর্ভে ধারণ করেছিল। তিনি বলেন, 'আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি এবং মানসিক, শারীরিক এবং আর্থিকভাবে সমস্তটা করেছি।'

তাঁরা বলেন, 'সব ঠিকই ছিল। ভাবছিলাম এবার হয়তো ইনজেকশন বন্ধ হয়ে যাবে। বাচ্চার হার্টবিটও ছিল, কিন্তু আচমকাই স্ক্যানে ধরা পড়ে শিশুটির হৃদস্পন্দন শুনতে পাওয়া যাচ্ছে না।'

৮ বছরের বিবাহিত জীবন তাঁদের। ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন সম্ভাবনা এবং অবিনাশ। প্রথম চারটি অসফল আইভিএফ প্রচেষ্টার পর সম্ভাবনার গর্ভপাত ঘটে। যাতে এই দম্পতি একাধিকবার সন্তান হারানোর দুঃখ পেয়েছেন। এবারও সেই ক্ষতে প্রলেপ পড়ল না। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link