স্যামসাং এম সিরিজ বনাম রেডমি নোট সেভেন, এক ঝলকে দুটি নতুন মডেলের ফিচার্স

Suman Majumder Tue, 29 Jan 2019-2:13 pm,

গতকালই দুটি নতুন মডেল-এর ফোন লঞ্চ করেছে স্যামসাং। এম টেন ও এম টোয়েন্টি। এদিকে, শাওমি-র রেডমি নোট সেভেন কবে নাগাদ বাজারে আসবে তা এখনও জানা যায়নি। তবে জানুয়ারি মাসে চিনের বাজারে আত্মপ্রকাশ করেছে নোট সেভেন। সংস্থার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, খুব তাড়াতাড়ি ভারতের বাজারে আসবে রেডমি নোট সেভেন। 

স্যামসাং-এর ফোনে অ্যান্ড্রয়েড আপডেট আসে দেরি করে। এমনই একটা দুর্নাম রয়েছে। এবার সেই দুর্নাম ঘোচাতে মাঠে নামল সংস্থাটি। এবার এম সিরিজের দুটি মডেলেই Android Pie আপডেট দিচ্ছে স্যামসাং। তবে সেটা এখনই নয়। আগস্ট নাগাদ Android Pie-এর আপডেট পাবেন গ্রাহকরা। 

স্যামসাং এম ১০-এ থাকছে 6.2 ইঞ্চি HD+ ডিসপ্লে। এদিকে, স্যামসাং এম ২০-তে থাকছে 6.3 ইঞ্চি ডিসপ্লে। রেডমি নোট সেভেন-এও 6.3 ইঞ্চি ডিসপ্লে।

স্যামসাং গ্যালাক্সি এম টেন- এর দাম শুরু 7,990 টাকা থেকে। স্যামসাং গ্যালাক্সি এম টোয়েন্টি-র দাম 10,990 টাকা থেকে শুরু। 4GB RAM + 64GB স্টোরেজ সমৃদ্ধ রেডমি নোট সেভেন-এর দাম হতে পারে প্রায় 12,400 টাকা। 6GB RAM + 64GB স্টোরেজ সমৃদ্ধ সেট-এর দাম হতে পারে14,500 টাকার মতো। 

5 ফেব্রুয়ারী থেকে Amazon ও Samsung অনলাইন স্টোর থেকে স্যামসাং-এর নতুন এম সিরিজ বিক্রি শুরু হবে।  গ্যালাক্সি এম টেন-এ থাকছে 3,400 mAh ব্যাটারি। এম ২০ মডেলে থাকছে 5000 mAh ব্যাটারি। রেডমি নোট সেভেনে থাকছে 4000 mAh।

রেডমি নোট ৭-এর ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সঙ্গে থাকবে 5MP ডেপ্ত সেন্সার থাকছে। LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট পাওয়া যাবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link