স্মার্টফোনে এবার পপ-আপ ক্যামেরা জুড়তে চলেছে Samsung!
পপ-আপ ক্যামেরা এখন স্মার্টফোনের দুনিয়ায় নতুন কিছু নয়। তবে Samsung-এর স্মার্টফোনে এখনও এই ফিচার দেখা যায়নি।
সম্প্রতি নিজেদের বেশির ভাগ স্মার্টফোনেই হোল-পাঞ্চ ডিসপ্লে ব্যবহার করেছে দক্ষিণ কোরিয়ার মোবাইল প্রস্তুতকারী এই সংস্থা। এবার যুক্ত হতে পারে পপ-আপ ক্যামেরার ফিচারও।
সম্প্রতি OnLeaks ওয়েবসাইটের একটি রিপোর্টে ছবি প্রকাশ করে দাবি করা হয়েছে Samsung Galaxy A সিরিজের নতুন ফোনে এবার থাকতে পারে পপ-আপ সেলফি ক্যামেরা।
ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ফোনের উপরে বাঁ দিকে থাকবে এই পপ-আপ ক্যামেরা। এই ফোনের পিছনে রয়েছে কার্ভড গ্লাস।
ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ফোনে থাকবে তিনটি রিয়ার ক্যামেরা আর এলইডি ফ্ল্যাশ। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।