এবার থেকে Samsung-এর ফোন ভাড়া নিতে পারবেন গ্রাহকরা, নতুন স্কিম চালু
স্মার্টফোন আর না কিনলেও চলবে। প্রয়োজনমতো ভাড়া নিত পারবেন গ্রাহকরা। এমনই অদ্ভুত স্কিম চালু করল Samsung.
এক মাস থেকে এক বছর পর্যন্ত গ্রাহকরা স্যামসাং-এর ফ্ল্যাগশিপ Galaxy Series S20 স্মার্টফোন ভাড়া নিতে পারবেন।
আপাতত এই স্কিম জার্মানিতে চালু করছে স্যামসাং। তবে এই স্কিম ধীরে ধীরে অনেক দেশে সংস্থাটি চালু করবে বলে জানা যাচ্ছে।
এক, তিন, ছয় বা ১২ মাসের জন্য গ্রাহকরা ফোন ভাড়া নিতে পারবেন। নিকটবর্তী মোবাইল স্টোর থেকে খুব সহজেই ভাড়া নেওয়া যাবে ফোন।
এবার প্রশ্ন হল, ভাড়া কত হবে! 128GB স্টোরেজ সমেত গ্যালাক্সি S20 FE এক মাসের জন্য নিলে 59.90/ 49.90/ 39.90 Euro ভাড়া দিতে হবে। স্ট্যান্ডার্ড গ্যালাক্সি S20 এক মাসের জন্য নিলে 99.90/ 69.90/ 59.90/ 49.90 Euro ভাড়া দিতে হবে। গ্যালাক্সি S20+ এক মাসের জন্য নিলে 109.90/ 74.90/ 64.90/ 54.90 Euro ভাড়া দিতে হবে। টপ টিয়ার গ্যালাক্সি এস টোয়েন্টি এক মাসের জন্য নিলে 119.90 Euro ভাড়া দিতে হবে।