সাংবাদিক গৌরী লঙ্কেশকে খুন করেছে হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্থা: সিট
সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ষড়যন্ত্রে ফের আঙুল উঠল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন সনাতন সংস্থার দিকে। আদালতে পেশ করা দ্বিতীয় চার্জশিটে এমনই দাবি করেছে তদন্তকারী স্পেশাল ইনভেস্টিগেশন টিম-সিট।
চার্জশিটে বলা হয়েছে গৌরী লঙ্কেশকে খুন করার জন্য ৫ বছর ধরে পরিকল্পনা করা হয়। তার পরেই ওই ঘটনা ঘটানো হয়।
মামলায় বিশেষ আইনজীবী এস বালান সংবাদমাধ্যমে বলেন, লঙ্কেশ ও খুনিদের মধ্যে কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। যা ছিল তা হল আদর্শের সংঘাত। লঙ্কেশ যা বিশ্বাস করতেন সেটাই লিখতেন।
গত মে মাসে এই ঘটনায় প্রথম চার্জশিট পেশ করে সিট। খুনের তদন্তে এখন আরও সময় চাইল সিট।
গত বছর ৫ সেপ্টেম্বর নিজের বাড়ির সামনেই গুলিতে খুন হন বামপন্থী মনোভাবাপন্ন সাংবাদিক গৌরী লঙ্কেশ। এনিয়ে তোলপাড় গোটা দেশ।
এখনও পর্যন্ত ওই খুনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে শ্যুটার পরশুরাম ওয়াগমারে, মূল চক্রী অমোল কালে, সুজিথ কুমার ও অমিত দেগওয়েকর।