জন্মদিনে সন্ধ্যা মুখোপাধ্যায়, ফিরে দেখা তাঁর গাওয়া বিখ্যাত কিছু গান
৪ অক্টোবর গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ৮৯তম জন্মদিন। কিংবদন্তী শিল্পীর জন্মদিনে শুনে নেওয়া যাক তাঁর কিছু কালজয়ী গান।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া 'যমুনা কিনারে' গানটি মুক্তি পেয়েছিল ১৯৮৯সালে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া 'রূপালী চাঁদ ঝিলে' গানটি মুক্তি পেয়েছিল ১৯৮৯ সালে। গানটির গীতিকার সুধীন দাশগুপ্ত।
''শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি'' সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া ভক্তিগীতিমূলক এই গান মুক্তি পেয়েছিল ১৯৭৪ সালে। এই গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় বেশ জনপ্রিয়তা পায়।
'আয় বৃষ্টি ঝেঁপে' গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া অন্যতম সেরা গান। গানটি মুক্তি পেয়েছিল ১৯৫৩ সালে। গীতিকার ও সুরকার ছিলেন সলিল চৌধুরী
'অনেক দূরের ঐ যে আকাশ' গানটি সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া অন্যতম বিখ্যাত গান। তাঁর গাওয়া গানটি মুক্তি পেয়েছিল ১৯৮৩ সালে। গৌরীপ্রসন্ন মজুমদার শ্রদ্ধা জানাতে, তাঁর লেখা এই গানটি নচিকেতা ঘোষের সুরে গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।