Satyajit Ray Birth Anniversary: `জন্মদিনে বাড়িতে আসতেন অগুনতি মানুষ, মেনুতে থাকত ইলিশ মাছ`,সত্যজিতের স্মৃতিচারণায় সন্দীপ রায়
অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: গত বছর করোনার কারণে সত্যজিৎ রায়ের জন্মদিনের ১০০ বছর সেভাবে উদযাপন করা যায়নি। যা সেলিব্রেশন হয়েছিল তা পুরোটাই ভার্চুয়াল।
এবছর সত্যজিৎ রায়ের বাড়ির নিচেই প্যান্ডেল করে কিংবদন্তির জন্মদিন উদযাপনের ব্যবস্থা করেছেন সন্দীপ রায়। সেখানে একটি বড় ছবি রাখা হয়েছে, সেই ছবিতে সকাল থেকে মাল্যদান করছেন অনুরাগীরা।
সকাল থেকেই সেখানে উপস্থিত হয়েছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্য়ায়, সব্যসাচী চক্রবর্তী, সোহম চক্রবর্তী সহ আরও অনেকে। এছাড়াও হাজির ছিলেন বিশিষ্টজনেরা। ছিলেন সন্দীপ রায় ও ললিতা রায়।
প্রতিবছরই আজকের দিনে সত্যজিতের বাড়িতে অবারিত দ্বার থাকে। সত্যজিৎ রায় যখন বেঁচেছিলেন তখনই এরকমই তাঁর জন্মদিনে সকলে তাঁর বাড়িতে আসতেন। অচেনা মানুষের ভিড় জমত বেশি।
শেষেরদিকে শরীর অসুস্থ হওয়ায় ডাক্তার পরামর্শ দেন বেশি ভিড়ে না থাকতে। তখন তিনি ১ তারিখই বাইরে চলে যেতেন। জন্মদিন পরিবারের সঙ্গে হোটেলেই উদযাপন করতেন।
সত্যজিৎ রায় খেতে ভালবাসতেন, বাঙালি খাবারই তাঁর প্রথম পছন্দ, তারমধ্যে বিশেষ পছন্দ ছিল ইলিশ মাছ ও দই। সেগুলোই থাকত তাঁর বিশেষ দিনের মেনুতে থাকত,জানালেন সন্দীপ রায়।