সঞ্জয় বাঙ্গার আউট! নতুন ব্যাটিং কোচ পাচ্ছেন বিরাট কোহলিরা
ভারতীয় দল বিশ্বকাপ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর থেকেই কোপ পড়েছে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের উপর। কোহলিদের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের চাকরি যাচ্ছে।
বাঙ্গারের বদলে কোহলিদের ব্যাটিং কোচ হচ্ছেন বিক্রম রাঠৌর। ১৯৯৬ সালে ভারতের জার্সি গায়ে ছয়টি টেস্ট ও সাতটি ওয়ান-ডে খেলা রাঠৌর কোচিং জগতে কোনও বড় নাম নয়। তবুও তাঁর উপর আস্থা রাখতে চাইছে বিসিসিআই।
ঘরোয়া ক্রিকেটে রাঠৌর একজন জনপ্রিয় ক্রিকেটার ছিলেন। পাঞ্জাব ও হিমাচল প্রদেশের হয়ে ১৪৬টি প্রথম শ্রেণীর ম্যাচে ১১ হাজার ৪৭৩ রানের মালিক রাঠোর।
বাঙ্গার ব্যাটিং কোচ থাকাকালীন বারবার ভারতীয় দলের ব্যাটসম্যানদের ফর্মের অভাবে ভুগতে হয়েছে। এমনকী, কোহলি ও পুজারা ছাড়া আর কোনও ব্যাটসম্যান ধারাবাহিক ভাল পারফরম্যান্স করেত পারেননি। এছাড়া ব্যাটি লাইন-আপে বাঙ্গারের পরিবর্তনের সিদ্ধান্তেও বিরক্ত বোর্ড।
বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরদ্ধে ধোনির পজিশনে হার্দিক পান্ডিয়াকে নামানোর সিদ্ধান্তে ভূমিকা ছিল বাঙ্গারের। তাই নিয়ে তাঁকে সমালোচনাও হজম করতে হয়েছিল।