বন্ধুর মাধ্যমে আলাপ, রান্না দিয়েই Sanjay-র মন জয় করেছিলেন Maanyata Dutt
অভিনেতা সঞ্জয় দত্তের ব্যক্তিগত জীবন বরাবরই বর্ণময়। প্রথমা স্ত্রী ঋচা শর্মার মৃত্যুর পর ১৯৯৮ সালে রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। রিয়ার সঙ্গে বিচ্ছেদের পর পরবর্তী সময়ে মান্যতা দত্তের সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয় দত্ত।
সঞ্জয় দত্ত বা মান্যতা তাঁদের প্রেম ও বিয়ে নিজেরা কখনও মুখ না খুললেও তাঁদের প্রেম নিয়ে একাধিক ঘটনার কথা শোনা যায়। বিয়ের আগে বেশ কয়েকবছর প্রেম করেছেন সঞ্জয়-মান্যতা।
শোনা যায়, মান্যতার সঙ্গে আলাপের আগে জুনিয়ার আর্টিস্ট নাদিয়া দুরানির সঙ্গে সম্পর্কে ছিলেন সঞ্জয়। আর নাদিয়া ছিলেন সঞ্জয় ও মান্যতার বন্ধু।
নাদিয়া যখন সঞ্জয়ের উপস্থিতি পছন্দ করতেন, ঠিক তখন সঞ্জুর জন্য রান্না করতে ভালোবাসতেন মান্যতা ওরফে দিলনওয়াজ শেখ। আর এভাবেই তিনি সঞ্জয়ের মন জয় করে নেন।
বেশকিছুদিন সম্পর্কে জড়ানোর পর ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি গোয়াতে সনাতন রীতি মেনে একটু ছোট্ট ও ব্যক্তিগত অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন সঞ্জয়-মান্যতা (দিলনওয়াজ শেখ)।
২০১০ সালের ২১ অক্টোবর যমজ সন্তানের জন্ম দেন মান্যতা দত্ত। নাম রাখেন নাম রাখেন শাহরান ও ইকরা। বর্তমানে শাহরান-ইকরার বয়স ১১ বছর।
তবে বিয়ের পর থেকে শুধু ভালো সময় নয়, সমস্ত কঠিন সময়েও সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছেন মান্যতা দত্ত। হাল ধরেছেন শক্ত হাতে।
জানা যায়, সঞ্জয় দত্তের গোটা জীবনে ৩০৮জনেরও বেশি জনের সঙ্গে প্রেম করেছেন। তিনবার বিয়ে করেছেন। তবে তাঁর জীবনে তৃতীয়া স্ত্রী মান্যতা আসার পর বদলে যায় সঞ্জয়ের জীবন।
২০১৩ সালে সঞ্জয় দত্ত যখন জেলে গেলেন, তখনও তাঁর পাশেই ছিলেন স্ত্রী মান্যতা দত্ত। জানা যায়, জেলে থাকাকালীন স্ত্রীকে প্রতিদিন চিঠি লিখতেন সঞ্জু।
গতবছর সঞ্জয় দত্তের ক্যানসার আক্রান্ত হওয়ার খবর মেলে। তখনও স্বামী দেখভাল, চিকিৎসা সব দায়িত্বই সামলেছেন মান্যতা দত্ত। স্বামীকে সংবাদমাধ্যমের কাছে 'লড়াকু' বলে অভিহিত করেন মান্যতা।