লকডাউনে মাথায় হাত উত্তরবঙ্গের দিনমজুরীদের, সাহায্যের হাত বাড়ালেন বেলকোবার ফরেস্ট রেঞ্জ অফিসার
লকডাউন গোটা ভারতে। রাজ্যেও গৃহবন্দি মানুষ। কার্যত বজ্রপাত হয়েছে দিন আনি দিন খাই মানুষদের মাথায়। এই পরিস্থিতিতে রোজগার নেই। কার্যত ভুখা পেটেই দিন কাটছে তাঁদের।
অনেকেই প্রয়োজনীয় খাবার পাচ্ছেন না। আর তাদের পাশে দাঁড়ালেন বেলকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।
পরিস্থিতি খারাপ হচ্ছে ক্রমশ। লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়েছেন সকলেই।
পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী। কখনও কলকাতা পুলিস, কখনও রাজ্য পুলিস নিজেদের সামর্থ্য অনুয়ায়ী সাহায্য করছেন সকলেই।
এবার এমনই এক মানবিক ছবি ধরা পরল বেলাকোবায়। সীমান্ত এলাকায় বসবাসকারী দরিদ্র অসহায় পরিবারকে চাল, ডাল, সোয়াবিন, আলু বিলি করলেন ফরেস্ট রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত।