Helicopter Crash: সঞ্জয় গান্ধী থেকে মাধবরাও সিন্ধিয়া, কপ্টার দুর্ঘটনা প্রাণ কেড়েছে যে হেভিওয়েটদের

Wed, 08 Dec 2021-6:11 pm,

নিজস্ব প্রতিবেদন : কপ্টার দুর্ঘটনায় মৃত্যু তিন বাহিনীর প্রধান, CDS, বিপিন রাওয়াতের। আজ তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে দুর্ঘটনার কবলে পড়ে বিপিন রাওয়াতের অত্যাধুনিক রুশ কপ্টার Mi-17V5। অবতরণের ৫ মিনিট আগে দুর্ঘটনার পড়ে কপ্টারটি।

ক্যালেন্ডারের পাতা ওল্টালে দেখা যাবে বিমান বা কপ্টার দুর্ঘটনায় এর আগে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তিত্ব। যার মধ্যে রয়েছেন সঞ্জয় গান্ধী, মাধবরাও সিন্ধিয়া, ওয়াই এস রাজশেখর রেড্ডি, ও পি জিন্দল প্রমুখ।

২৩ জুন, ১৯৮০, গ্লাইডার দুর্ঘটনায় প্রাণ হারান তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী। দিল্লির সফদরজং বিমানবন্দর থেকে ওড়ার পরই দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

 

৩০ সেপ্টেম্বর, ২০০১, কানপুরে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে Cessena Aircraft দুর্ঘটনায় প্রাণ হারান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়া।

 

৩ সেপ্টেম্বর, ২০০৯,  Bell 430 দুর্ঘটনায় মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডির।  অন্ধ্রপ্রদেশের চিত্তুরের জঙ্গলে ভেঙে পড়ে তাঁর Bell 430 কপ্টারটি। দুর্ঘটনার ২৭ ঘণ্টা পর উদ্ধার হয় দেহ।

২০০২-এর ৩ মার্চ অন্ধ্রপ্রদেশে চপার দুর্ঘটনায় মৃত্যু হয় প্রাক্তন লোকসভা স্পিকার তথা তেলেগু দেশম নেতা জিএমসি বালাযোগীর। খারাপ আবহাওয়ার জেরে পুকুরকে জমি ভেবে অবতরণ করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। ৩১ মার্চ, ২০০৫, উত্তরপ্রদেশের সাহারানপুরের কাছে চপার দুর্ঘটনায় প্রাণ হারান হরিয়ানার তৎকালীন বিদ্যুৎমন্ত্রী ওপি জিন্দল ও কৃষিমন্ত্রী সুরেন্দ্র সিং। 

 

৩০ এপ্রিল, ২০১১, হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দোরজি খান্দু। ওড়ার ২০ মিনিটের মধ্যেই দোরজি খান্দুর কপ্টারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চিন সীমান্তের কাছে সেলা পাসে উদ্ধার হয় খান্দুর দেহ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link