Sanju Samson: সিংহের দেশে ভয়ংকর গর্জন কেরল তারকার, ডারবান ঝড়ে তছনছ একের পর এক রেকর্ড! দেখুন ঝলকে

Sat, 09 Nov 2024-2:16 pm,

ভিভিএস লক্ষ্মণের টিম ইন্ডিয়া এখন আফ্রিকান সাফারিতে । সূর্যকুমার যাদবের দল আইদেন মারক্রমের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্য়াচের টি-২০ আই সিরিজে মুখোমুখি। গত শুক্রবার ডারবানের কিংসমিড স্টেডিয়ামে হয়ে গেল প্রথম টি-২০ আই। ভারত প্রথমে ব্য়াট করে ৮ উইকেটে ২০২ রান তুলেছিল। সৌজন্য়ে সঞ্জু স্য়ামসনের ৫০ বলে ১০৭। ১০টি ছয়ে ও ৭ চারে সঞ্জু তাঁর ইনিংস সাজিয়ে ছিলেন। ভারতের রান তাড়া করতে নেমে মারক্রমবাহিনী ১৪১ রানে গুটিয়ে যায়। ভারত ৬১ রানে ম্য়াচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল! আর এই ম্য়াচে সঞ্জু একের পর এক রেকর্ড ভাঙলেন

 

সঞ্জু প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করলেন! এর আগের ম্য়াচে বাংলাদেশের বিরুদ্ধে ৪৭ বলে ১১১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন। স্যামসন প্রথম এশিয়ান এবং সামগ্রিক ভাবে বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পরপর শতরান করলেন।

সুরেশ রায়না, রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের পর সঞ্জু চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করলেন।

 

রোহিত শর্মা (৫), সূর্যকুমার যাদব (৪), এবং কেএল রাহুলের (২) পরে স্যামসন চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একাধিক সেঞ্চুরি করলেন।  

সূর্যকুমার যাদবের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে সঞ্জু দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন। সূর্য ২০২৩ সালের ১৪ ডিসেম্বর জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে ৫৬ বলে ১০০ রান করেছিলেন। 

 

রোহিত এবং সূর্যের পর সঞ্জু তৃতীয় ভারতীয় হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে একাধিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করলেন। ২০১৮ সালে, রোহিত অপরাজিত ১০০ করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে (ব্রিস্টল, 8 জুলাই) এবং সেই বছরই অপরাজিত ১১১ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের (লখনউ, 6 নভেম্বর) বিরুদ্ধে। সূর্য ২০২২ সালে ইংরেজদের বিরুদ্ধে ১১৭ ও নিউ জিল্য়ান্ডের বিরুদ্ধে ১১১ করেছিলেন। ২০২৩ সালে সূর্য শ্রীলঙ্কার বিরুদ্ধে অপরাজিত ১১২ করার পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০ করেছিলেন।  

 

স্যামসনের ৫০ বলে ১০৭ রানের ইনিংসই ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে খেলা টি-২০আই ম্যাচে সর্বাধিক ব্যক্তিগত স্কোর। ২০২২ সালে ডেভিড মিলার করেছিলেন ১০৬ রান। রোহিত ২০১৫ সালের ২ অক্টোবর, ৬৬ বলে ১০৬ রানের ইনিংস খেলেছিলেন ধরমশালায় প্রোটিয়াদের বিরুদ্ধে।

সঞ্জু ১০ ছক্কায় সাজিয়ে ছিলেন ১০৭ রানের ইনিংস। ভারতীয় ব্য়াটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা যুগ্ম ভাবে সর্বাধিক। ২০১৭ সালের ডিসেম্বরে রোহিত শর্মা ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ১১৮ রানের ইনিংস সাজিয়ে ছিলেন ১০ ছয়ে।

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে এক টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক ছক্কা মারার রেকর্ড এখন সঞ্জুরই। তিনি রিলি রসু এবং সূর্যর রেকর্ড ভেঙে দিলেন। যাঁরা ২০২২ এবং ২০২৩ সালে যথাক্রমে তাঁদের শতরানের ইনিংসের সময়ে ৮ ছক্কা হাঁকিয়ে ছিলেন।

 

রোহিতের পর সঞ্জুই দ্বিতীয় ভারতীয়, যিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই এবং টি-টোয়েন্টিআই উভয় সংস্করণে সেঞ্চুরি করলেন। প্রোটিয়াদের বিরুদ্ধে রোহিতের তিনটি ওডিআই  ও একটি টি-টোয়েন্টিআই সেঞ্চুরি রয়েছে।  সঞ্জুর দুই সংস্করণে একটি করেই সেঞ্চুরি রয়েছে। ২০২৩ সালের ২১ ডিসেম্বর পার্লে সঞ্জু ১০৮ রানের ইনিংস খেলেছিলেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link