মা ও ভাইকে নিয়ে ভূস্বর্গে সারা, Cable car-এ উঠতেই ভয়ে হাড়হিম Amrita-র
মা-মেয়ের থেকেও সারা আলি খান, অমৃতা সিংয়ের সম্পর্কটা অনেক বেশি বন্ধুত্বের। সারা যখনই যেখানে ছুটি কাটাতে যান, তখনই তাঁর সঙ্গী হন মা অমৃতা ও ভাই ইব্রাহিম।
সম্প্রতি বেড়াতে গিয়ে মা অমৃতাকে নিয়ে cable car-এ চড়েছিলেন সারা। কিন্তু গাড়ির উচ্চতায় অমৃতা সিং হয়ে পড়লেন ভীত, সন্ত্রস্ত। তারই কিছু মুহূর্ত সোমবার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সারা।
ভিডিয়ো শেয়ার করে কিছুটা মজা করেই সারা আলি খান লিখেছেন, ''নমস্তে দর্শক, সারা বকো দেখুন। সে একেবারেই নির্লজ্জ, আর মায়ের মুখ দেখুন। প্রিয় বন্ধুরা ফোন রেখে দেবেন না যেন।''
তবে শুধু সারা আর অমৃতা নন, এবারও তাঁদের সঙ্গী হয়েছেন ইব্রাহিম আলি খান। স্নো বাইকে বসে পোজও দিতে দেখা গেল সারা-ইব্রাহিমকে। ক্যাপশানে সারা লিখেছেন, 'The chosen frozen'।
কিন্তু প্রশ্ন মা ও ভাইরে নিয়ে এবার কোথায় বেড়াতে গিয়েছেন সারা? জানা যাচ্ছে তাঁরা কাশ্মীরের গুলমার্গে ছুটি কাটাচ্ছেন।
ভূ-স্বর্গের মনোরম দৃশ্য ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন সারা।