শ্রীকে শ্রদ্ধা, হাজির বাদশা, কমল হাসান, দীপবীর-রা
শ্রী আর নেই। একথা যেন মানতেই পারছে না চলচ্চিত্র দুনিয়া। তবুও শেষমেশ বিদায় জানাতেই হচ্ছে তাঁদের প্রিয় মানুষটিকে। একসময়ের সহকর্মীকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন জয়াপ্রদা।
শ্রীকে শ্রদ্ধা জানাতে হাবির সঙ্গে এসেছিলেন মাধুরী দীক্ষিত নেনেও।
শ্রীদেবী আন্টিকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন সারা আলি খানও। সারা ও শ্রীদেবী কন্যা জাহ্নবী দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব রয়েছে।
একসময়ের সহকর্মী, প্রিয় তারকাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে তাই হায়দরাবাদ থেকে ছুটে এসেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
বলিউডের 'চাঁদনি'কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন খোদ বাদশা।
একসময়ের সহকর্মী ও বন্ধুকে শেষ শ্রদ্ধা জানাতে হায়দরাবাদ থেকে ছুটে এসেছেন অভিনেতা কমল হাসানও।
অনিল কাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন বলিউডের লাভবার্ড দীপবীরও। এদিনও দীপিকাকে সামলেই রাখলেন রণবীর।
স্নেহের শ্রীকে বিদায় জানাতে অনিল কাপুরের বাড়িতে হাজির হয়েছিলেন জাভেদ আখতারও।
শ্রীদেবীকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন করিশ্মা কাপুরও।
বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে এদিন দেখা গেল অনিল পুত্র হর্ষবর্ধন কাপুরকেও।
এদিন অনিল কাপুরের বাড়িতে দেখা গেল দিব্য়া দত্তাকেও। দুবাই যাওয়ার আগের দিনও নাকি দিব্যার সঙ্গে পার্লারে দেখা হয়েছিল শ্রীদেবীর, এমনাটাই জানিয়েছেন দিব্যা।
হাজির হয়েছিলেন শ্রীদেবীর আরও অনেক সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা। এদিকে ইতিমধ্যেই অভিনেত্রীর দেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে দুবাই পুলিস।