ছবি: `সুশীল, ঘরোয়া ও সংস্কারী মেয়ে`, `বিয়ে পাগল` Sara Ali Khan
নিজস্ব প্রতিবেদন: গতবছর সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুরহস্য সংক্রান্ত মাদক মামলায় জড়িয়েছিল তাঁর নাম। তবে সে সব এখন অতীত। সারা আলি খান (Sara Ali Khan) এখন 'বর' খুঁজছেন।
বধূবেশে ফটোশুট করেছে সইফ-কন্যা। আর লহেঙ্গায় তাঁকে একদম 'দুলহান' লাগছে।
মনীশ মলহোত্রার লহেঙ্গা কালেকশন পরেছেন সারা আলি খান (Sara Ali Khan)। বাদামি রঙের উপরে ভারী সোনালি কাজ। তাঁর সঙ্গে মানানসই অলঙ্কার।
ইনস্টাগ্রামে ফটো শেয়ার করে সারা (Sara Ali Khan) লিখেছেন, 'সুশীল, ঘরের কাজে নিপুণ ও সংস্কারি মেয়ের জন্য কোনও বিয়ের প্রস্তাব আছে?'
কেদারনাথ (Kedarnath) ছবিতে বলিউডে অভিষেক হয় সারা আলি খানের। তাঁর বিপরীতে ছিলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)।
বরুণ ধবনের (Varun Dhawan) সঙ্গে 'কুলি নম্বর ওয়ান' (Coolie No.1) ছবিতে শেষবার পর্দায় দেখা গিয়েছিল সারা আলি খানকে (Sara Ali Khan)। তাঁর আসন্ন ছবি 'আতরঙ্গি রে' (Atrangi Re)।