Jisshu-Nilanjana: নীলাঞ্জনার পাশে রাগেশ্বরী, শাশ্বতপত্নী মহুয়াও! বাবাকে নিয়ে বড় সিদ্ধান্ত যীশুকন্যা সারা-জারার...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যানেজারের প্রেমে পড়ে ঘর ছেড়েছেন যীশু সেনগুপ্ত। এই ঘটনায় উত্তাল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া।
এমনকী নিজের বাড়িও নাকি ছেড়েছেন অভিনেতা। আইনি পরামর্শ নিয়ে বিচ্ছেদের পথে যীশু-নীলাঞ্জনা, এমনটাই খবর।
বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই অসুস্থ হয়ে পড়েন নীলাঞ্জনা। সেখান থেকে চাউর হয় বিচ্ছেদের খবর। মায়ের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন মেয়ে সারা সেনগুপ্ত।
শুধু সারাই নয়, নীলাঞ্জনার পাশে দাঁড়িয়েছেন তাঁর বন্ধু মহুয়া চট্টোপাধ্যায়, যিনি শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী।
শুধু মাকে শক্তিশালী নারী বলে পোস্ট করেই থেমে থাকেননি সারা। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাবা যীশুকে আনফলো করেছেন সারা।
শুধু সারাই নয়, মায়ের পাশে রয়েছেন ছোট মেয়ে জারাও।
মে মাসেই জারার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে ধরা দিয়েছিল গোটা পরিবার। কয়েকদিনের মধ্যেই পরিবারে এই বিচ্ছেদ।
নীলাঞ্জনার বন্ধু রাগেশ্বরীও তাঁর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
পাশাপাশি শাশ্বত চট্টোপাধ্যায়ের স্ত্রী জানিয়েছেন যে তিনি সবসময়েই থাকবেন নীলাঞ্জনার পাশে। যেখানে নীলাঞ্জনার সাপোর্টে এগিয়ে এসেছেন তাঁর শুভাকাঙ্খীরা, সেখানে কার্যত নীরব যীশু।