সারদাদেবীর বাগবাজারের বাড়িতে পালিত হচ্ছে ১৬৭ তম জন্মতিথি, দেখুন সরাসরি

Wed, 18 Dec 2019-12:54 pm,

কলকাতার বাইরে জয়রামবাটিতেও পালিত হচ্ছে সারদাদেবীর জন্ম তিথি ছবি: প্রীতম দে

আজ সারদাদেবীর জন্মতিথি। সারদার ১৬৭ তম জন্মতিথি সাড়ম্বরে পালিত হচ্ছে বাগবাজারের বাড়িতে।  ছবি: প্রীতম দে

মঙ্গলারতির মধ্য দিয়ে সূচিত হয়েছে মা-এর জন্ম তিথি উদযাপন। ছবি: প্রীতম দে

ভোর ৪.৩৫-এ মাতৃমন্দিরে বেদ পাঠ ও স্তবগান হয়েছে মন্দিরে। ফুলের সাজে সেজেছে গোটা মন্দির।  ছবি: প্রীতম দে

এদিন সকালে বর্নাঢ্য শোভাযাত্রায়  অংশ নেয় সন্ন্যাসী ভক্তগণ ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা।  ছবি: প্রীতম দে

দিনভর কথা পাঠ,  ভক্তিগীতি, ধর্মসভা,  সানাই ও বাউল গানের মধ্য দিয়ে উদযাপিত হবে এই পবিত্র দিন। ছবি: প্রীতম দে

ইতিমধ্যেই অসংখ্য ভক্ত ভিড় জমাচ্ছেন বাগবাজারের মায়ের বাড়িতে। ছবি: প্রীতম দে

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link