`ক্রনোলজি সমঝিয়ে`! একযোগে নারদা-সারদা-রোজভ্যালির তদন্তকারী অফিসার বদল
নিজস্ব প্রতিবেদন: সিবিআই অফিসার বদলিতে চাঞ্চল্যকর মোড়। নারদা, সারদা ও রোজভ্যালির দায়িত্বে থাকা অফিসারদের বদলি করা হয়েছে বুধবার। ডিএসপি ও ইনস্পেক্টর স্তরের অফিসারদের বদলি করা হয়েছে।
নজিরবিহীনভাবে সারদা, নারদা ও রোজভ্যালি তদন্তের তদন্তকারী অফিসারদের বদলি। বুধবারই CBI-র পদক্ষেপ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন ওঠে, হঠাত্ কেন একযোগে রাজনৈতিকভাবে তাত্পর্যপূর্ণ তিন তদন্তের তদন্তকারী অফিসার বদল?
বিরোধীরা কটাক্ষ করে বলছে, আপ ক্রোনোলজি সমঝিয়ে। মোদীর সঙ্গে রাজভবনে গিয়ে সাক্ষাত্ করে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই অফিসার বদল। রাজীব কুমারের মামলাও ঠান্ডাঘরে চলে গিয়েছিল মমতার দিল্লি সফরের পর। CBI জানিয়েছে, এটা রুটিন বদলি।
ডিএসপি তথাগত বর্মন রোজভ্যালি ও সারদা মামলার তদন্ত করছিলেন। তাঁকে দিল্লিতে বদলি করা হয়েছে। রোজভ্যালি মামলায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে জেরা করেছিলেন তিনি। শিলংয়ে কলকাতা পুলিসের প্রাক্তন কমিশনার রাজীব কুমারকেও জেরা করেছিলেন।
ইনস্পেক্টর ব্রতীন ঘোষালকে বদলি করা হয়েছে ভুবনেশ্বরে। মদন মিত্রকে জেরা করেছিলেন ব্রতীনবাবু। নারদার তদন্তকারী অফিসার রঞ্জিত কুমারকেও বদলি করা হয়েছে।