নর্মদার তীরে দুনিয়ার উচ্চতম মূর্তি তৈরির কাজ শেষ, ৩১ অক্টোবর আবরণ উন্মোচন করবেন মোদী
নর্মদার তীরে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির তৈরির কাজ শেষ পর্যায়ে। চলেছে শেষ মূহুর্তের কাজ। ৩১ অক্টোবর প্যাটেলের জন্মদিনে ওই মূর্তির আবরণ উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সর্দার সরোবর বাঁধের কাছে তৈরি এই মূর্তিকে বলা হচ্ছে স্ট্যাচু অব ইউনিটি।
মূর্তিটির অবরণ উন্মোচন করলে এটিই হবে দুনিয়ার সবচেয়ে উচ্চতম মূর্তি।
মূর্তিটির উচ্চতা ১৮২ মিটার। ২৫,০০০ টন ইস্পাত ও ৯০,০০০ টন সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে এই বল্লভভাই প্যাটেলর এই মূর্তি।
এলাকটিকে একটি পর্যটনস্থল হিসেবে গড়ে তুলতে এলাহি ব্যবস্থা করছে বিজায় রুপানি সরকার। উপজাতি অধ্যুসিত হওয়ার কারণে এলাকায় একটি উপজাতি মিউজিয়াম তৈরি করা হচ্ছে। তৈরি হবে বিশাল বাগান ও রাখা হবে বোটিংয়ের সুবিধা।