Saturn on Diwali 2024: দীপাবলির সময়ে মা কালীর সঙ্গেই এঁরা পাবেন শনিদেবেরও অতি বিশেষ আশীর্বাদ! জেনে নিন, কোন কোন রাশি...

Soumitra Sen Sat, 26 Oct 2024-1:10 pm,

শনি ও বৃহস্পতিকে বিশেষ গ্রহ বলে মনে করা হয়।

শনির গোচর যাকে স্যাটার্ন রেট্রোগ্রেড বলে সেটা কুম্ভে শুরু হয়েছে ৩০ জুন নাগাদ, তা কুম্ভে থাকবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত। দিওয়ালির সময় এই দুই গ্রহ বক্রী হলে তার প্রভাব সব ১২টি রাশির উপরই পড়বে।

তবে এর মধ্যে ৩ রাশির সৌভাগ্য এই সময়ে সব দিক থেকে একেবারে তুঙ্গে থাকবে। কারা সেই রাশি? আসুন, জেনে নেওয়া যাক। 

বৃহস্পতি ও শনির এই উল্টো গতিতে বৃষ রাশির জাতকদের অসম্ভব ধনলাভ হবে। এঁদের মধ্যে নতুন চাকরির খোঁজ যাঁরা করছেন, তাঁরা চাকরি পাবেন। এঁরা এই সময়টায় সুখে-আনন্দে ভাসবেন। পেশাজীবনে লাভ হবে। নানা দিক থেকে টাকা আসার রাস্তা খুলবে। 

বৃহস্পতি ও শনির এই উল্টো গতি ধনু রাশির জাতকদের জন্যও দারুণ হতে চলেছে। এঁরা প্রত্যেকে নিজের ক্ষেত্রে সফল হবেন। এঁরা সর্বত্র প্রশংসিত হবেন। আর্থিক পরিস্থিতি খুবই ভালো থাকবে। 

কুম্ভ রাশির জাতকদের জন্যও শনি ও গুরুগ্রহ বৃহস্পতির এই বক্রী গতি খুবই স্বস্তিদায়ক হবে। সমস্ত সমস্যা মিটবে। টাকা আসবে। ধনসম্পদ বাড়বে। সমাজে মান-সম্মান বাড়বে।

(Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link