Saudi Arabia Snowfall: ঐতিহাসিক! প্রথমবার সৌদি আরবের মরভূমি ঢাকল বরফে...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লা নিনার প্রভাবে এবছর অতিরিক্ত ঠান্ডা পড়তে চলেছে। ইতোমধ্যেই তার প্রভাব শুরু। সৌদি আরবে শুরু ঐতিহাসিক তুষারপাত।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস জানিয়েছে, সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল-জাউফের মরুভূমি গত শুক্রবার পরিণত হয় ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’।
সেখানে এত পরিমাণে তুষারপাত হয়েছে, যা দেখলে মনে হবে ইউরোপের কোনো দেশ।
এর আগে ওই এলাকা ও তার আশপাশে কয়েকদিন বজ্রবিদ্যুত্সহ ভারী বৃষ্টি হয়েছে। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে।
এই এলাকায় এতদিন বেশিরভাগ সময় বসন্ত দেখা গেছে। এখন বিরাজ করছে শীতের আমেজ।
জানা যায়, গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল-জাউফে ভারি বৃষ্টি হয়। ওই সময় চারপাশ ভরে যায় জলে।
গালফ নিউজ বলছে, ওই দৃশ্য অনেকেই ক্যামেরাবন্দি করেন। এরপর এক্সে শেয়ার করেন ভিডিও। তাতে দেখা যায়, রাস্তার পাশে তুষারপাত হয়েছে।
মুহূর্তেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও।
এর আগে সৌদি আরবের রিয়াদ শহরের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে বৃষ্টি হয়।
বৃষ্টির পর আফিফ মরুভূমি সাক্ষী হয় বিরল এক ঘটনার। মরুভূমিতে পড়তে থাকে তুষার।