সৌদি যুবরাজ সলমনের নির্দেশেই খুন করা হয়েছে সাংবাদিক খাসোগিকে!
সাংবাদিক জামাল খাসোগির মৃত্যু তদন্তে নতুন তথ্য। সৌদি সরকারের তদন্তের বিরুদ্ধেই গেল মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএর দাবি।
সিআইএ দাবি করেছে, সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের নির্দেশেই খুন করা হয়েছে খাসোগিকে।
কয়েকদিন আগেই খাসোগির হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনের মৃত্যুদণ্ডের সুপারিশ করেছে সৌদি সরকার। সেখানে বলা হয়েছে ওই ঘটনার সঙ্গে কোনওভাবেই জড়িত নন যুবারাজ সলমন।
ভাই সলমনের নির্দেশে খাসোগিকে ইস্তানবুলে সৌদি দূতাবাসে গিয়ে তাঁর নথি সংগ্রহ করার কথা বলেছিলেন খালিদ বিন সলমন। সেই ফোনকলের রেকর্ড এখন সিআইএর হাতে।
২ অক্টোবর সৌদি সাংবাদিক জামাল খাসেগিকে ইস্তানবুলে সৌদির দূতাবাসে খুন করে সৌদি সরকারের একটি বিশেষ বাহিনী। তাঁর দেহ টুকরো করে কেটে অ্যাসিডে গলিয়ে ফলে হয় বলে কোনও কোনও মহল থেকে দাবি করা হয়েছে।