সমুদ্রের সঙ্গে ১৬ ঘণ্টার লড়াই! বেঁচে ফিরলেন নাবিক
ঠান্ডা অন্ধকার সমুদ্র। ভোর চারটে। কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু প্রাণপণে কোনও রকমে ভেসে থাকার চেষ্টাটা জারি।
একটু পরে অল্প আলো ফোটে। তখনও ভেসে থাকা। বেশ কয়েক কিলোমিটার দূরে কালো একটা কিছু দেখা যায়। সমস্ত শক্তি সংগ্রহ করে সাঁতার তখন সেই দিকে। মৃত্যু আর জীবনের মধ্যে সামান্য একটু আবর্জনা। সেটা আঁকড়েই রক্ষা।
এ ঘটনা ঘটেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নিউজিল্যান্ডের টওরাঙ্গা পোর্ট ও পিটকেয়ার্ন দ্বীপের মাঝে। ভিদম পেরেভেরটিলভ নামের এক ব্যক্তি পড়ে গিয়েছিলেন এক মালবাহী জাহাজ থেকে। কিন্তু জাহাজের কেউ জানতেই পারেননি তা।
ভিদমের গায়ে কোনও লাইফ জ্যাকেট ছিল না। অতর্কিতে পড়ে গিয়েছিলেন তিনি। কিন্তু একটুও ভয় না পেয়ে একা-একা সাক্ষাৎ মৃত্যুর সঙ্গে লড়ে গেলেন ভিদম।
প্রশান্ত মহাসাগরে ১৪ ঘণ্টা আবর্জনা আঁকড়ে ভেসে থাকলেন তিনি। পরে তাঁর জাহাজের সতীর্থেরা জাহাজে তাঁকে খুঁজে না পেয়ে বুঝতে পারেন, তিনি জলে পড়ে গিয়েছেন। তখনই জাহাজ পিছন দিকে ভেসে চলে তাঁকে খুঁজে আনতে। খবর দিয়ে দেওয়া হয় অন্যান্য জাহাজগুলিতেও।
১৪ ঘণ্টা পরে ভিদম একটি জাহাজ দেখতে পান। ওটাই তখন তাঁর কাছে লাইফলাইন। যতটুকু শক্তি তাঁর তখনও টিকে আছে শরীরে তা দিয়ে চিৎকার শুরু করেন। সেই জাহাজটিই তাঁকে উদ্ধার করে। ১৪ ঘণ্টা জলে থাকায় তখন যথেষ্ট দুর্বল ও অসুস্থ ভিদম। কিন্তু অদম্য ইচ্ছা আর সাহসের জেরে জীবনের আলো দেখলেন এই নাবিক।