Sawan Somvar 2024: অতি বিরল! এই শ্রাবণে দর্শন করে আসুন একই লিঙ্গে শিবপার্বতী! কষ্টিপাথরের অনিন্দ্যসুন্দর...
এ বছর শ্রাবণে চারটি সোমবার। আজ, ১২ অগস্ট চতুর্থ তথা শেষ সোমবার। এই মাস জুড়ে ভক্তেরা শিবপুজো করেছেন। শিবের মন্দিরে গিয়েছেন। এই সময়ে বহু মন্দিরেই সর্বদা জনসমাগম লেগে থেকেছে। বাংলার অসংখ্য শিবমন্দিরের মধ্যে একটি অতি বিশেষ মন্দিরের কথা কি জানেন, পাঠক?
পৃথিবীতে খুব কম শিবলিঙ্গেই রয়েছে হর-পার্বতী মিলনছবি। বিশ্ব জুড়ে মাত্র ৩ জায়গায় রয়েছে এই বিরল গোত্রের লিঙ্গ।
একটি মক্কায়, অন্যটি হরিদ্বারে। আর তৃতীয়টি?
২৪ পরগনার অশোকনগরে রয়েছে ওই তৃতীয়টি। তিনটির একটি শিবলিঙ্গ। ১০০ বছর আগে হরিদ্বার থেকে লিঙ্গটি আনা হয়েছিল।
অশোকনগরের এই শিবলিঙ্গটি কষ্টিপাথর দিয়ে তৈরি। এর উপরের অংশ লাল, নীচের অংশ কালো। আর এই রঙের সংমিশ্রণই একে অন্য লিঙ্গগুলি থেকে অন্য করে তুলেছে।
একই শিবলিঙ্গে হর ও পার্বতীর দ্বৈত রূপ। এখানেও প্রতি শ্রাবণে বিপুল সমারোহে পুজো-আচ্ছা হয়, জল ঢালতে ভিড় জমান ভক্তেরা। এখানে এই শিবলিঙ্গটি ছাড়া রয়েছে আরও ১০৭ টি শিবলিঙ্গ।