সুখবর! স্থায়ী আমানতে সুদের হার বাড়াল SBI
স্থায়ী আমানতের উপর সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া।
স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়, এক কোটি টাকার নীচে স্থায়ী আমানতে ০.০৫ থেকে ০.১০ পর্যন্ত সুদের হার বৃদ্ধি করা হয়েছে।
প্রবীণ নাগরিকদের জন্য একই হারে সুদ বৃদ্ধি হয়েছে বলে জানায় এসবিআই।
এক নজরে দেখে নেওয়া যাক স্থায়ী আমানতের কোন্ কোন্ ধাপে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক।
এক বছরের বেশি এবং দু’বছরের কম পর্যন্ত স্থায়ী আমানতের উপর সুদের হার .১০ শতাংশ বৃদ্ধি হল। অর্থাত্ ৬.৭ শতাংশ থেকে হয়ে দাঁড়াল ৬.৮ শতাংশ।
দু’বছরের বেশি এবং ৩ বছরের কম আমানতে ৬.৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৬.৮ শতাংশ। ৩ বছরের বেশি এবং ৫ বছরের কম আর ৫ বছরের বেশি এবং ১০ বছরের কম পর্যন্ত আমনতে সুদের হার অপরিবর্তিত রয়েছে।
প্রবীণ নাগরিকদের জন্য এক বছরের বেশি এবং ২ বছরের কম পর্যন্ত সুদের হার ৭.২ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭.৩ শতাংশ।
দু’বছরের বেশি এবং ৩ বছরের কম পর্যন্ত আমানতে মাত্র .০৫ শতাংশ সুদের হার বৃদ্ধি পেয়েছে।