ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI

Mon, 30 Jul 2018-2:07 pm,

ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বর্ধিত সুদের হার লাগু হবে সোমবার, ৩০ জুলাই থেকেই।

১ কোটি টাকার নীচে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৫-১০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াল এসবিআই।

১ থেকে ১০ বছরের জন্য ০.০৫ শতাংশ থেকে ০.১ শতাংশ বাড়ল সুদের হার।

সাধারণ ও প্রবীণ, উভয় ধরনের নাগরিকের ক্ষেত্রেই এই সুদের হার বাড়ানো হয়েছে।

এই মুহূর্তে সাধারণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের উপর যে হারে সুদ পাবে, তার বিস্তারিত দেওয়া হল।

৭ থেকে ৪৫ দিনের জন্য ৫.৭৫ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৬.২৫ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিনের জন্য ৬.৩৫ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য ৬.৪ শতাংশ।

অর্থাত্, এই ৪টি ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকছে। এরপর থেকে বাড়ছে সুদের হার। কত হচ্ছে? দেখে নিন-

১ বছর থেকে ২ বছরের কম সময় পর্যন্ত বর্ধিত হার ৬.৭ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম সময় পর্যন্ত পরিবর্তিত হার হচ্ছে ৬.৭৫ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম সময় পর্যন্ত সুদের হার বেড়ে হচ্ছে ৬.৮ শতাংশ, ৫ থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন পাওয়া যাবে ৬.৮৫ শতাংশ।

প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কীভাবে পরিবর্তিত হল, এবার তা জেনে নিন- 

৭ থেকে ৪৫ দিনের জন্য ৬.২৫ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৬.৭৫ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিনের জন্য ৬.৮৫ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য ৬.৯ শতাংশ।

অর্থাত্, এক্ষেত্রেও প্রথম ৪টি ধাপে সুদের হারে কোনও বদল হচ্ছে না।

প্রবীণ নাগরিকরা ১ বছর থেকে ২ বছরের কম সময় পর্যন্ত ফিক্সড ডিপোজিটে এখন থেকে সুদ পাবেন ৭.২ শতাংশ করে, ২ বছর থেকে ৩ বছরের কম সময় পর্যন্ত সুদের হার হবে ৭.২৫ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম সময় পর্যন্ত সুদের হার বেড়ে হচ্ছে ৭.৩ শতাংশ আর ৫ থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বর্ধিত সুদের হার ৭.৩৫ শতাংশ।

এসবিআই কর্মী ও এসবিআই পেনশন উপভোক্তাদের জন্য ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার প্রতিক্ষেত্রেই ১ শতাংশ করে বেশি হবে।

প্রস্তাবিত এই সুদের হার একদিকে যেমন নতুন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে লাগু হবে, ঠিক তেমনই পুরনো ফিক্সড ডিপোজিটের পুনর্নবীকরণের ক্ষেত্রেও কার্যকরী হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link