ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল SBI
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
বর্ধিত সুদের হার লাগু হবে সোমবার, ৩০ জুলাই থেকেই।
১ কোটি টাকার নীচে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৫-১০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়াল এসবিআই।
১ থেকে ১০ বছরের জন্য ০.০৫ শতাংশ থেকে ০.১ শতাংশ বাড়ল সুদের হার।
সাধারণ ও প্রবীণ, উভয় ধরনের নাগরিকের ক্ষেত্রেই এই সুদের হার বাড়ানো হয়েছে।
এই মুহূর্তে সাধারণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটের উপর যে হারে সুদ পাবে, তার বিস্তারিত দেওয়া হল।
৭ থেকে ৪৫ দিনের জন্য ৫.৭৫ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৬.২৫ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিনের জন্য ৬.৩৫ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য ৬.৪ শতাংশ।
অর্থাত্, এই ৪টি ক্ষেত্রে সুদের হার অপরিবর্তিত থাকছে। এরপর থেকে বাড়ছে সুদের হার। কত হচ্ছে? দেখে নিন-
১ বছর থেকে ২ বছরের কম সময় পর্যন্ত বর্ধিত হার ৬.৭ শতাংশ, ২ বছর থেকে ৩ বছরের কম সময় পর্যন্ত পরিবর্তিত হার হচ্ছে ৬.৭৫ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম সময় পর্যন্ত সুদের হার বেড়ে হচ্ছে ৬.৮ শতাংশ, ৫ থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন পাওয়া যাবে ৬.৮৫ শতাংশ।
প্রবীণ নাগরিকদের জন্য ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার কীভাবে পরিবর্তিত হল, এবার তা জেনে নিন-
৭ থেকে ৪৫ দিনের জন্য ৬.২৫ শতাংশ, ৪৬ থেকে ১৭৯ দিনের জন্য ৬.৭৫ শতাংশ, ১৮০ থেকে ২১০ দিনের জন্য ৬.৮৫ শতাংশ, ২১১ দিন থেকে ১ বছরের কম সময়ের জন্য ৬.৯ শতাংশ।
অর্থাত্, এক্ষেত্রেও প্রথম ৪টি ধাপে সুদের হারে কোনও বদল হচ্ছে না।
প্রবীণ নাগরিকরা ১ বছর থেকে ২ বছরের কম সময় পর্যন্ত ফিক্সড ডিপোজিটে এখন থেকে সুদ পাবেন ৭.২ শতাংশ করে, ২ বছর থেকে ৩ বছরের কম সময় পর্যন্ত সুদের হার হবে ৭.২৫ শতাংশ, ৩ বছর থেকে ৫ বছরের কম সময় পর্যন্ত সুদের হার বেড়ে হচ্ছে ৭.৩ শতাংশ আর ৫ থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বর্ধিত সুদের হার ৭.৩৫ শতাংশ।
এসবিআই কর্মী ও এসবিআই পেনশন উপভোক্তাদের জন্য ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার প্রতিক্ষেত্রেই ১ শতাংশ করে বেশি হবে।
প্রস্তাবিত এই সুদের হার একদিকে যেমন নতুন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে লাগু হবে, ঠিক তেমনই পুরনো ফিক্সড ডিপোজিটের পুনর্নবীকরণের ক্ষেত্রেও কার্যকরী হবে।