গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে হাজির এসবিআই!
এসবিআই গ্রাহকদের জন্য সুখবর! স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়ে দিল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। আসুন দেখে নেওয়া যাক স্থায়ী আমানতের কোন খাতে কত শতাংশ বাড়ল সুদের হার।
এবার ১ কোটি টাকার কম আমানতে সুদের হার বাড়িয়ে দিল এসবিআই।
স্থায়ী আমানতের মেয়াদ এক বছরের থেকে বেশি এবং দু’বছরের কম হলে এসবিআই-এর নতুন বর্ধিত হারে সুদের সুবিধা পাবেন গ্রাহকরা।
২৮ মে থেকেই এই নতুন সুদের হার কার্যকর করা হয়েছে।
আগে এক বছরের থেকে বেশি এবং দু’বছরের কম সময়ের স্থায়ী আমানতের ক্ষেত্রে গ্রাহকরা ৬.৪ শতাংশ হারে সুদ পেতেন এখন যা বেড়ে হয়েছে ৬.৬৫ শতাংশ।
এতদিন এক বছরের থেকে বেশি এবং দু’বছরের কম মেয়াদী স্থায়ী আমানতের ক্ষেত্রে প্রবীণ নাগরিকরা পেতেন ৬.৯ শতাংশ হারে সুদ পেতেন এখন তা বেড়ে হয়েছে ৭.১৫ শতাংশ।