বেতন ১৫ লক্ষ টাকা, পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ-র মাধ্যমে চাকরি দিচ্ছে SBI
আধিকারিকদের শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের সব থেকে ব্যাঙ্ক SBI. কোনও লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করবে ব্যাঙ্কটি। চাকরি পেলে বেতনক্রম শুরু হবে বছরে ১২ লক্ষ টাকা থেকে। বেতন পৌঁছতে পারে বছরে ১৫ লক্ষ টাকা পর্যন্ত।
সিনিয়র এক্সিকিউটিভ (ক্রেডিট রিভিউ) পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SBI. ২২ তারিখ থেকে অনলাইনে শুরু হয়েছে ফর্ম ফিল আপ। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
জানা গিয়েছে, মোট ১৫টি পদের জন্য ইন্টারভিউ নেবে SBI. এর মধ্যে ৯টি পদ সাধারণের জন্য ৩টি পদ অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য, ২টি পদ তপশিলি জাতি ও ১টি পদ তপশিলি উপজাতির জন্য সংরক্ষিত। ২৫ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে CA উত্তীর্ণ হতে হবে। অথবা ফাইনান্সে MBA ডিগ্রি থাকতে হবে। কোনও স্বীকৃত সংস্থায় অন্তত ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বছরে ১২ - ১৫ লক্ষ টাকা বেতন দেবে SBI. সঙ্গে বছরে মিলবে ১০ শতাংশ ইনক্রিমেন্ট। সাধারণ শ্রেণির আবেদনকারীদের ৬০০ টাকা ও সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা ১০০ টাকার বিনিময়ে আবেদন করতে পারেন। সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা বয়সে ৫ বছরের ছাড় পাবেন।