SBI-এর সার্ভারের পাসওয়ার্ড নেই, ফাঁস হতে পারে গ্রাহকদের তথ্য
আপনি কি SBI-এর গ্রাহক? তাহলে এই সংবাদে আপনার কপালে চিন্তার ভাঁজ পড়তে বাধ্য।
একটি রিপোর্ট অনুযায়ী, SBI-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভারটির কোনও পাসওয়ার্ড নেই। ফলে যে কেউ যে কোনও সময় ওই সার্ভার থেকে তথ্য চুরি করতে পারে।
ওই সার্ভারে ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এর ফলে কয়েক কোটি গ্রাহকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সুরক্ষা ব্যবস্থা নিয়ে SBI-এর তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, জানা যায়নি। পাশাপাশি এ নিয়ে ওই রাষ্ট্রায়ত্তের ব্যাঙ্কের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
SBI-এর Quick অ্যাপের মাধ্যমে ফোন বা এসএমএসে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স জানা যায়। ব্যাঙ্কের তরফেও ওই অ্যাপ ব্যবহারের জন্য গ্রাহকদের উত্সাহ দেওয়া হয়। ওই সার্ভার থেকেই ওই অ্যাপ অপারেট হয়। তাই শঙ্কা আরও বেড়েছে।