রাজাবাজারের ছবি পোস্টে তরুণীকে সমন, কলকাতা পুলিসকে `সুপ্রিম` ভর্ৎসনা
নিজস্ব প্রতিবেদন:সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী মন্তব্য করলেই সাধারণ মানুষকে সমন পাঠিয়ে পুলুসি হেনস্থার অভিযোগ উঠেছে বহুবার। রাজ্য সরকার ও শাসকদলের নেতাদের সামালোচনা করলেই পশ্চিমবঙ্গে গ্রেফতার হতে হয়েছে বহু সাধারণ মানুষকে। তুচ্ছ কারণে এ হেন পদক্ষেপের জন্য পুলিসকে ধমক দিল সুপ্রিম কোর্ট।
যে ঘটনার জন্য আদালতের কাছে গোটা বিষয়টি স্পষ্ট হয়েছে সেটি হল- লকডাউনে রশ্নি বিশ্বাস নামের একজন ফেসবুক ইউজার রাজাবাজারের বিশৃঙ্খলা ও ভিড়ের ছবি পোস্ট করে তৃণমূল সরকারকে ভর্ৎসনা করে।
ইনি দিল্লির বসিন্দা।এর পর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় কলকাতা পুলিস। কলকাতা পুলিসের সমনকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন ওই মহিলা।
বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চলে মামলা। মামলার রায়ে পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুলিসকে কড়া ভর্ৎসনা করেছে আদালত।
আদালত জানিয়েছে, পুলিস যদি সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নিতে চায়, তাহলে আগামীদিনে আদালতকে হস্তক্ষেপ করতেই হবে।
উল্লেখ্য, গত ১৩ মে রোশনি বিশ্বাস নামে ওই মহিলার বিরুদ্ধে বালিগঞ্জ থানায় FIR করে কলকাতা পুলিস।
তাঁর বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভাজন তৈরি, ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া, মানহানি, শান্তিভঙ্গ ও বিশৃঙ্খলা ছড়ানোর অভিযোগ আনে পুলিস।