জুলাইতেও বন্ধ থাকবে স্কুল-কলেজ! ইঙ্গিত মুখ্যমন্ত্রীর কথায়
নিজস্ব প্রতিবেদন : জুলাই মাসেও সম্ভবত স্কুল, কলেজগুলি খুলছে না। বন্ধ-ই থাকবে স্কুল, কলেজের পঠনপাঠন। এদিন মুখ্যমন্ত্রীর কথায় মিলল তেমনই ইঙ্গিত।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "যেভাবে করোনা বাড়ছে সেটা উদ্বেগের বিষয়।" এরপরই তিনি বলেন, "৩০ জুন পর্যন্ত আমরা স্কুল কলেজ বন্ধ রাখার কথা বলেছি। কিন্তু মনে হচ্ছে এটা জুলাই হয়ে যাবে।"
"স্কুলগুলো জুলাই মাসেও খুলবে না। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা যেগুলো আছে সেগুলো হবে।" এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী প্রাইভেট স্কুলগুলিকে ফি না বাড়ানোর জন্য অনুরোধ করেন। বলেন, "প্রাইভেট স্কুলগুলির কাছে আমার অনুরোধ দয়া করে ফিজ বাড়াবেন না এই সময়।"