স্নাতক হলেন সুহানা খান

Sat, 29 Jun 2019-2:05 pm,

অবশেষে স্নাতক হলেন সুহানা খান। ইংল্যান্ডের আর্ডিংলি কলেজে পড়তেন তিনি। আদরের মেয়ের এই বিশেষ দিনে উপস্থিত থাকতে ছিলেন শাহরুখ-গৌরী দুজনেই। স্নাতক হওয়ার ডিগ্রি হাতে পাওয়ার পর সুহানার সঙ্গে তোলা এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখ। (ছবি: ইনস্টাগ্রাম)

 

মেয়ের কৃতিত্বে গর্বিত বাবা-মা। (ছবি: ইনস্টাগ্রাম)

গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দেওয়ার আগে লাঞ্চ করার সময়। সুহানার এই 'ক্যান্ডিড' ছবিটি তুলেছেন গৌরী খান। (ছবি: ইনস্টাগ্রাম)

 

কলেজে পড়ার সময় প্রায়ই বিভিন্ন নাটকে অংশগ্রহণ করতেন সুহানা। আগে শাহরুখ বলেছেন তাঁর থিয়েটার, নাটকে অভিনয় করার কথা। কলেজ থেকে সেরা অভিনেত্রী হিসাবে 'রাসেল কাপ' পুরষ্কার পেয়েছেন শাহরুখ কন্য়া। (ছবি: ইনস্টাগ্রাম)

এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করতে ভোলেননি গৌরী। (ছবি: ইনস্টাগ্রাম)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link