School Reopen: শেষ হল ছুটি, সাতদিন পরে ফের খুলে গেল শিক্ষা প্রতিষ্ঠান
অয়ন ঘোষাল: সাময়িক বিরতির পর ফের খুলল স্কুলের দরজা। সোমবার সকাল থেকেই স্বাভাবিক ছন্দে ফিরল স্কুল। সকালে যোধপুর পার্ক বয়েজ স্কুলে ঢুকে দেখা গেল, ক্লাস চলছে জোর কদমে।
মর্নিং বিভাগের টিচার ইন চার্জ বৈশাখী কর মজুমদার জানালেন, বাড়িতে বন্দী হতে চায় না শিশুমন। তাই স্কুলে ফিরে সবাই খুশি। রাজ্য সরকার থেকে বলে দেওয়া হয়েছে, শিশুদের সুতির পোষাক পরার দিকে জোর দিতে হবে।
স্কুলে রাখতে হবে ওআরএস। শিশুদের মধ্যে কেউ অসুস্থ বোধ করছে কিনা, তার দিকে নজর রাখতে হবে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। সিলেবাসের বোঝা শেষ করতে প্রয়োজনমতো এক্সট্রা ক্লাস নেওয়া যাবে। এই যাবতীয় নির্দেশ মেনেই শুরু হল স্কুল।
গরম অনেকটাই কমেছে। তাই খুশি অভিভাবকরা। তারাও মানছেন, বাড়িতে বসে হাঁফিয়ে উঠছে শিশুরা। তারা স্কুলে ফিরতে চেয়েছিল। স্কুল খোলায় তারা খুশি।
দোসরা মে থেকে এমনিতেই অগ্রিম গরমের ছুটি পরে যাচ্ছে। তার আগে হাতে দিন সাতেক সময় রয়েছে। যে সাত দিন ক্লাস হল না, তা অতিরিক্ত ক্লাস দিয়ে পুষিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান সিক্ষিকা।